স্বাগতিক ইল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ জুন ২০১৯
স্বাগতিক ইল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের ২৭তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। ফলে প্রথমে বোলিং করছে ইংল্যান্ড।

চলমান বিশ্বকাপে উভয় দলেরই এটা টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচের চারটিতে জয়ী হয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ফেবারিট ইংল্যান্ড।

পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে মাত্র একটিতে জয়ী ও পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে একসহ ৩ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

স্বাগতিকদের বিপক্ষে দলে দুটি পরিবর্তন এনে লিডসের এ ম্যাচে সেরা একাদশ সাজিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে ও মিলিন্দা সিরিবর্দেনের পরিবর্তে ম্যাচে দলে সুযোগ পেয়েছেন আবিস্কা ফার্নান্দো ও জীবন মেন্ডিজ।

দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে আজকের ম্যাচের জয়ের কোন বিকল্প নেই লঙ্কানদের সামনে। পক্ষান্তরে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ও শেষ চার আগেভাগেই নিশ্চিত করতে চায় ফর্মের তুঙ্গে থাকা ইয়ান মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নুয়ান প্রদীপ,আবিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ড একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।


শেয়ার করুন :