অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০২ আগস্ট ২০১৯
অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড

ঘরোয়া আসর টি-২০ ব্ল্যাস্টের জন্য অ্যাশেজের স্কোয়াড থেকে তিন পেসার জোফরা আর্চার-ওলি স্টোন-স্যাম কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তাদের কেউই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি।

দ্বাদশ বিশ্বকাপে সাইড স্টেইন ইনজুরিতে পড়েছিলেন আর্চার। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী আর্চার ঠিকই অ্যাশেজের দলে সুযোগ পেয়ে যান। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাননি তিনি।

ইনজুরি নিয়ে আর্চার টি-২০ ব্ল্যাস্টে খেলতে পারবেন কি-না তাও নিশ্চিত নয়। এছাড়া স্টোন-কারানকেও ছেড়ে দিয়েছে ইংল্যান্ড।

স্টোন বার্মিংহাম বিয়ার্স ও কারান সারের হয়েছে খেলতে নামবেন। শুক্রবার (২ আগস্ট) মাঠে নামবেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান ও আদিল রশিদও।


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান

অ্যাশেজের যে রেকর্ডগুলো সহসাই ভাঙছে না

অ্যাশেজের যে রেকর্ডগুলো সহসাই ভাঙছে না

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সময়টা ভালোই কেটেছে : ওয়ালশ

বাংলাদেশের সঙ্গে সময়টা ভালোই কেটেছে : ওয়ালশ