ফের বিষাক্ত বাউন্সার, এবার শিকার রয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ২২ আগস্ট ২০১৯
ফের বিষাক্ত বাউন্সার, এবার শিকার রয়

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আর্চারে বলে স্মিথের ঘাড়ে আঘাত লাগার রেশ কাটতে না কাটতেই ফের ফিরে এল বাউন্স আঘাত। এবার আঘাতপ্রাপ্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

আজ থেকে শুরু হচ্ছে হেডিংলি টেস্ট। অ্যাশেজের এই ম্যাচের আগে গতকাল নেটে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত লাগে রয়ের। পরীক্ষা-নিরীক্ষা শেষে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি, তাই হেডিংলি টেস্টে খেলার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ ওপেনার।

তারপরও স্ট্যান্ডবাই হিসেবে হেডিংলি টেস্টে ওলি পোপকে রেখেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ম্যাচ চলাকালীন রয়ের সামান্য সমস্যা দেখা দিলেও যাতে অসুবিধা না হয়, সেজন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে সারি ব্যাটসম্যান পোপকে।

২১ বছর বয়সী পোপ চলতি সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত ২২১ রানের ইনিংস খেলেছেন। সে কারণেই তাকে ডাকা হয়েছে হেডেংলি টেস্টের স্ট্যান্ডবাই হিসেবে। শেষ পর্যন্ত রয় যদি খেলতে না পারে তাহলে জো ডেনলিকে ইনিংসের গোড়াপত্তন করতে পাঠানো হতে পারে। সঙ্গে থাকবেন ররি বার্নস।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ নিয়ে ভাসের কথাই সত্যি হলো

বাংলাদেশ নিয়ে ভাসের কথাই সত্যি হলো

৭ গোলের ম্যাচে শেষ হাসি হাসলো ঢাকা আবাহনী

৭ গোলের ম্যাচে শেষ হাসি হাসলো ঢাকা আবাহনী

বিপিএলে নতুন নিয়ম চান না নাফিসা কামাল

বিপিএলে নতুন নিয়ম চান না নাফিসা কামাল

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি