খেলোয়াড়দের দেখছেন বুঝছেন ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২২ আগস্ট ২০১৯
খেলোয়াড়দের দেখছেন বুঝছেন ডোমিঙ্গো

টাইগারদের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় পা রেখেছেন মঙ্গলবার। নতুন দেশ, নতুন নতুন মানুষ- নতুন কোচের দেখারও বাকি নতুন অনেক কিছু। ঢাকায় পা রেখেই প্রথমেই তিনি অবাক হয়েছেন বিমানবন্দরে সাংবাদিকের সংখ্যা দেখে। অবাক হলেও হয়তো তিনি বুঝেও নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্রিকেট কতটা জায়গা জুড়ে।

মঙ্গলবার ঢাকায় পৌঁছে বুধবার প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান ডোমিঙ্গো। ঘণ্টাখানেক টাইগারদের সঙ্গে সময় কাটানোর পর মুখোমুখি হন সাংবাদিকদেরও।

দু'দিন আগেই শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে আজকের দিনটা রিয়াদ মিঠুন মিরাজদের জন্য আলাদা। স্টিভ রোডস জমানার পর শুরু হলো টাইগার ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায়। প্রাথমিকভাবে কোনো টেকনিক্যাল বিষয় নয় সবার সাথে আপাল পরিচয় আর কুশল বিনিময় ছিল রাসেল ডমিঙ্গোর প্রথম দিনের পাঠশালার পাঠ্য।

বাংলাদেশের হেড কোচ রাসেল ক্রেগ ডমিঙ্গো বলেন, “আমার প্রাথমিক লক্ষ্য হলো প্রথমত, খেলোয়াড়দের ভালোভাবে দেখা, তাদের সম্পর্কে ধারণা নেয়া, সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি আর খেলোয়াড়দের আস্থা অর্জন করা।”

বিশ্বকাপ আর শ্রীলঙ্কা সফরে টাইগারদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন ডমিঙ্গো। বলছেন ছোট খাটো ভুল ত্রুটি শোধরাতে পারলে বাড়বে ম্যাচ জেতার অভ্যাস।

এদেশে ক্রিকেট নিয়ে যে আবেগ রয়েছে মানুষের যে ভালোবাসা রয়েছে, যে প্রত্যাশা রয়েছে সেটিকে মোটেও চাপ হিসাবে দেখছেন না রাসেল। বলছেন প্রফেশনাল কোচ হিসাবে সব ধরনের চ্যালেঞ্জ নিতেই তৈরি আছেন তিনি।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি আমাকে সেরা খেলোয়াড় বানিয়েছে : রোনালদো

মেসি আমাকে সেরা খেলোয়াড় বানিয়েছে : রোনালদো

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

ওভালে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড

ওভালে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট

ভাষা সমস্যা নিয়ে চিন্তিত নন ল্যাঙ্গেভেল্ট