ক্রিকেটারদের ফিটনেস গাইডলাইন দিয়েছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ০২ এপ্রিল ২০২০
ক্রিকেটারদের ফিটনেস গাইডলাইন দিয়েছে বিসিবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকায় ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদরা। বাংলাদেশের ক্রিকেটার কিংবা অন্যান্য ক্রীড়াবিদরাও এর বাহিরে নন। এতদিন খেলাধুলা ছেড়ে অবসর সময় কাটালে ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি হতে পারে - এমন শঙ্কা মাথায় রেখে ক্রিকেটারদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব ক্রিকেটারেরই যেন ফিটনেস ঠিক থাকে সে জন্য অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ফিজিও নিক লি ঘরে বসেও যেন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখতে পারে, সে জন্য একটি গাইডলাইন তৈরি করে দিয়েছেন। বিসিবির পক্ষ থেকে সেই গাইডলাইন সরবরাহ করা হয়েছে প্রত্যেক পর্যায়ের ক্রিকেটারদেরকে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যখন ক্রিকেট শুরু হবে তখন যেন ক্রিকেটারদের ফিটনেসে কোনো ধরনের ঘাটতি না থাকে, ক্রিকেটাররা যেন অল্প সময়ের মধ্যেই ক্রিকেট খেলতে মাঠে নেমে যেতে পারেন সেজন্যই বিসিবি এই উদ্যোগ নিয়েছে।

একজন ক্রিকেটার কীভাবে দিন পার করবেন, কী ধরনের অনুশীলন চালিয়ে যাবে সব নির্দেশনাই দিয়ে দেয়া হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া বধের মারণাস্ত্র ‘টিভি সিরিজ’

অস্ট্রেলিয়া বধের মারণাস্ত্র ‘টিভি সিরিজ’

ক্রিকেট বাঁচাতে ইংল্যান্ডের বিশাল অঙ্কের প্যাকেজ ঘোষণা

ক্রিকেট বাঁচাতে ইংল্যান্ডের বিশাল অঙ্কের প্যাকেজ ঘোষণা

এ জন্যই মুশফিক সবার চেয়ে আলাদা

এ জন্যই মুশফিক সবার চেয়ে আলাদা

আফ্রিকার হলেও খেলবেন নিউজিল্যান্ডে, আইসিসির অনুমতি

আফ্রিকার হলেও খেলবেন নিউজিল্যান্ডে, আইসিসির অনুমতি