ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০
ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

ফাইল ছবি

অভিজাত আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার সাইমন ফ্রাই ও ভিক্টোরিয়ার জন ওয়ার্ড। মার্চে শেষবারের মতো ব্লাডস্টেন অ্যারেনায় নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তাসমানিয়া মার্শের শিরোপা জয়ী ম্যাচে আম্পায়ারিং করেন তারা দুজন।

নিজের অবসর নিয়ে সাইমন বলেন, আমি কখনও ভাবিনি আমার প্রাক্তন সতীর্থের সাথে আমার ক্যারিয়ার ২০ বছর দীর্ঘ হবে। আমি মনে করি এটিই উপযুক্ত সময় অবসর নেওয়ার আর নতুন কাউকে সুযোগ দেওয়ার। অন্য কারও জন্য সমান চ্যালেঞ্জ অভিজ্ঞতা অর্জনের জন্য, যা আমি উপভোগ করেছি।

তিনি আরও বলেন, আমি অসাধারণ কিছু বন্ধু পেয়েছি যার জন্য চিরকাল নিজেকে ভাগ্যবান মনে করবো। আমার পুরো ক্যারিয়ার জুড়ে সহযোগিতার জন্য এসএসিএ, সিএ ও আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার স্ত্রী রাহেল, আমার বাচ্চাদের ও আমার পরিবারকে ধন্যবাদ জানাই। যারা আমার পুরো ক্যারিয়ারে উৎসাহ দিয়েছেন ও সমর্থন জুগিয়েছেন।

নিজের অবসর নিয়ে জন ওয়ার্ড বলেন, অনেকদিন ধরে এই লেভেলে আম্পায়ারিং করায় নিজেকে ভাগ্যবান মনে হয়। এটি আমার জন্য একটি সুযোগ ছিল। আমি মাঠের সহকর্মী, ম্যাচ রেফারি, সিএ স্টাফ ও খেলোয়াড়দের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছিলাম তা সবসময়ই থাকবে।

তিনি আরও যোগ করেন, আমার অবসরে অন্য কেউ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। আমি আশা করি তারাও আমার মত উপভোগ করবে।

২০ বছরের ক্যারিয়ারে ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৩০টি লিস্ট এ ম্যাচ ও ৯৩টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেন সাইমন। ২০ বছরের ক্যারিয়ারে ৪ বার অস্ট্রোলিয়ার সেরা আম্পায়ারের খেতাব পান সাইমন। আর ১৯ বছরের ক্যারিয়ারে ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচ, ৮৪টি লিস্ট এ ও ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন জন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল