কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৪ মে ২০২০
কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

ফাইল ছবি

ফিল্ডার হিসেবে দুর্দান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্লিপেই হোক বা আউটফিল্ড, ফিল্ডিংয়ের মাধ্যমে সতীর্থদের কাছে উদাহরণ হয়ে ওঠেন তিনি। কোহলির মতোই ফিল্ডার হিসেবে নিজেকে চিনিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

টেস্টই হোক বা সাদা বলের ক্রিকেট, জাদেজা বিদ্যুৎ গতিতে ফিল্ডিং করেন। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙা হোক বা চোখ ধাঁধানো ক্যাচ, জাতীয় দলের ফিল্ডিংকে অনেক বেশি তীক্ষ্ণ দেখায় বাঁ-হাতির উপস্থিতিতে। কোহলিও মনে করেন, জাদেজা ভারতের সেরা ফিল্ডার।

ইনস্টাগ্রামে এই বিষয়ে শুরু হয়েছিল তর্ক। ভারতের জাতীয় দলের সেরা ফিল্ডার কে, কোহলি না জাদেজা? তা জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। প্রশ্ন রাখা হয়েছিল, “নিজের জীবন বাঁচাতে যদি স্টাম্পে বল মারতে হয়, তবে কাকে আপনারা বেছে নেবেন— জাদেজা না বিরাট?” এই বিতর্কে দ্রুত দাঁড়ি টেনে দেন স্বয়ং বিরাট। তিনি জবাবে লেখেন, “জাদ্দু। প্রতি বারই। ব্যস, বিতর্ক শেষ।”

sportsmail24

রবীন্দ্র জাদেজার প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।। তিনি বলেন, “জাদেজা ভালো ফিল্ডার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও উন্নতি করছে। তবে ভারতের স্লিপ ফিল্ডিংয়ে উন্নতির অনেক জায়গা আছে।”

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

ডু প্লেসিসের চোখে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

নিলাম থেকে সরে দাঁড়ালেন আশরাফুল!

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট

করোনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফিরছে ক্রিকেট

ইংল্যান্ড সফর এখনই স্থগিতের পক্ষে নয় পাকিস্তান

ইংল্যান্ড সফর এখনই স্থগিতের পক্ষে নয় পাকিস্তান