টুর্নামেন্ট জেতা প্রথম লক্ষ্য : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৫ মার্চ ২০১৮
টুর্নামেন্ট জেতা প্রথম লক্ষ্য : মাহমুদউল্লাহ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। তবে নিদাহাস ট্রফি নিয়ে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিশ্বাস একটি জয়েই মোমেন্টাম নিজেদের পক্ষে আসবে। রোববার নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তিনি এমনটাই জানালেন তিনি।

এ সময় রিয়াদ বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ম্যাচটা আমরা যদি জিততে পারি, শুরুটা ভালো হলে মোমেন্টাম পাব এবং এই একটা ম্যাচই কনফিডেন্স বুস্ট আপ করবে, বাকি ম্যাচগুলো কিভাবে ভালো করবেন।’

এদিকে, বাঁহাতের কণিষ্ঠায় চোট পাওয়ায় ৬ মার্চ থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টেও বাংলাদেশ দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘সাকিবকে মিস করাটা দলের জন্য ক্ষতিকর। ওর মতো অপরিহার্য প্লেয়ার মিস করা আমাদের জন্য কঠিন।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য ভালো করে দেখানোর একটি সুযোগ। টুর্নামেন্ট জেতা প্রথম লক্ষ্য। একই সাথে আমার মনে হয় আমাদেরও অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু প্রমাণ করার বাকি আছে, যে আমরা কতটুকু ভালো দল হতে পারি এই ফরম্যাটে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা লিগে আশরাফুলের আবারও সেঞ্চুরি

ঢাকা লিগে আশরাফুলের আবারও সেঞ্চুরি

শ্রীলঙ্কা গেল বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা গেল বাংলাদেশ ক্রিকেট দল

কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

কলকাতার নেতৃত্বে দিনেশ কার্তিক

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল

সপ্তম রাউন্ডে রোবাবার মাঠে নামবে ছয় দল