বাটলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৫ জুন ২০১৮
বাটলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

মাত্র ২০৫ রানের পুঁজি ছিল অস্ট্রেলিয়ার। ক’দিন আগেই যেখানে তাদেরই বিপক্ষে ৪৮১ রান করে বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড। সেখানে এ রান তাড়া করে জয় পাবে ইংল্যান্ড এটা জানাই ছিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হারতে বসেছিল ইংল্যান্ড। তবে জস বাটলার সেটা হতে দেননি। তার অনবদ্য ব্যাটিং ও অপরাজিত সেঞ্চুরিতে ১ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে এ জয়ে ৫ ম্যাচ সিরিজের ৫-০ তে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুর্দান্ত। ৬ ওভারে বিনা উইকেটে ৬০ রান তুলেন তারা। ১২তম ওভারেও ২ উইকেটে ৯০ রান ছিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে মঈন আলীর ঘুর্ণিতে (৪/৪৬) তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ইনিংস।

৪২ বলে ৯ বাউন্ডারিতে ৫৬ রান করে ফেরেন ওপেনার ট্রাভিস হেড। দল উইকেট হারাতে থাকলেও অ্যালেক্স কারে ৪০ বলে করেন ৪৪ রান। আর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে টেনে নেন ডি'আরচি শর্ট। ৫২ বলে ৪ বাউন্ডারিতে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

২০৬ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিনি স্ট্যানলেকের তোপে পড়ে ইংল্যান্ড। ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেন তারা। যার মধ্যে তিনটিই নেন অস্ট্রেলিয়ার দীর্ঘকায় এই পেসার।

এরপর ১১৪ রানের মধ্যে ৮ উইকেট খোয়ানো দলকে বলতে গেলে একাই টেনেছেন জস বাটলার। ১২২ বলে শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৪.৪ ওভারে ২০৫ (ফিঞ্চ ২২, হেড ৫৬, কেয়ারি ৪৪, শর্ট ৪৭*; কারান ২/৪৪, মইন ৪/৪৬, প্লাঙ্কেট ১/১৯, রশিদ ১/৩২)।

ইংল্যান্ড : ৪৮.৩ ওভারে ২০৮/৯ (বেয়ারস্টো ১২, হেলস ২০, রুট ১, বাটলার ১১০*, মইন ১৬; অ্যাগার ১/৩৪, স্ট্যানলেক ৩/৩৫, রিচার্ডসন ৩/৫১, স্টয়নিস ২/৩৭)।

ফল : ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : জস বাটলার
ম্যান অব দ্য সিরিজ : জস বাটলার।


শেয়ার করুন :


আরও পড়ুন

কঠিন সময়ের সামনে হাথুরু

কঠিন সময়ের সামনে হাথুরু

আইসিসির নতুন এফটিপিতে ম্যাচ বাড়ছে বাংলাদেশের

আইসিসির নতুন এফটিপিতে ম্যাচ বাড়ছে বাংলাদেশের

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

বিজয়-ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে অম্লান আফগানদের অভিষেক টেস্ট

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার