এশিয়া কাপে পাকিস্তানে চার ম্যাচ, বাকি ৯টি শ্রীলঙ্কায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৫ জুন ২০২৩
এশিয়া কাপে পাকিস্তানে চার ম্যাচ, বাকি ৯টি শ্রীলঙ্কায়

নানা শঙ্কা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপের আগে ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৩। যেখানে ‘হাইব্রিড’ মডেলে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজন পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুস্ঠিত হবে। যেখানে ‘হাইব্রিড মডেলে’ চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

বলা হয়, দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের ভিত্তিতে দুটি দল সুপার ফোরের খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

বিজ্ঞপ্তিতে এশিয়া কাপে ভেন্যু, ম্যাচ সংখ্যা এবং তারিখ জানানো হলেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।


বিষয়ঃ

শেয়ার করুন :