এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

বাঁহাতের আঙুলে ব্যথা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার পরীক্ষায় রিপোর্টে কি আসবে তার উপর নির্ভর করছে এশিয়া কাপে খেলান। তবে নির্বাচকরা এ অনিশ্চয়তায় থাকতে রাজি নন। ফলে ব্যাক-আপ ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুমিনুল হককে।

৯ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল ১৫ সদস্যের দলের। এখন যাবে ১৬ জন। আর ১৬ নম্বর সদস্য হলেন মুমিনুল হক।আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে দুর্দান্ত খেলা মুমিনুল দলের সঙ্গী হচ্ছেন এশিয়া কাপে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বলা হয়, সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে বামহাতি ব্যাটসম্যান মমুনুল হককে যোগ করা হয়েছে। ফলে ১৬ সদস্যের দল আগামী ৯ সেপ্টেম্বরে ঢাকা ত্যাগ করবে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা ১৬ দলের জন দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছি। দলের সাথে থাকবেন মুমিনুল। তামিমের হাতেও একটু চোট আছে। কাজেই আমরা বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান রেখে দিলাম। প্রয়োজন পড়লে মুমিনুলকে ব্যবহার করা যাবে।

এশিয়া কাপের জন্য বাংলাদেেশর ১৬ সদস্যের দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

চার স্পিনার নিয়ে এশিয়া কাপে লড়বে আফগানিস্তান

চার স্পিনার নিয়ে এশিয়া কাপে লড়বে আফগানিস্তান