উইকেট বিবেচনায় পাকিদের বিপক্ষে ভারতের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮
উইকেট বিবেচনায় পাকিদের বিপক্ষে ভারতের বড় জয়

ছবি : ক্রিকইনফো

ওয়ানডে ক্রিকেটে উইকেট বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়ের স্বাদ নিলো ভারত। এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। উইকেট বিবেচনায় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ভারতের এটিই সবচেয়ে বড় জয়।

পাকিস্তানের বিপক্ষে ভারতের আগের বড় জয় ছিলো ৮ উইকেটে। ছয়বার ৮ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত। রানের হিসেবে পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় ১৪০ রানে। ২০০৮ সালে ঢাকার মিরপুরে ১৪০ রানের ব্যবধানে জিতেছিল ভারত।

প্রথমে ব্যাট করে মাত্র ২৩৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২৩৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে খুব বেশ বেগ পেতে হয়নি ভারতীয়দের। মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে রোহিত শর্মার দল। ৬৩ বল (১০.৩ ওভার) হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিল ভারত।

ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ানই ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। দু’জন মিলে গড়ে তোলেন ২১০ রানের বিশাল এক জুটি। জোড়া সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দু’জনেই। ২১০ রানের মাথায় ধাওয়ান যখন রান আউট হন তখন তার নামের পাশে লেখা ১১৪ রানের বিশাল এক ইনিংস।

১০০ বলে খেলা ১১৪ রানের এই ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়। ১১৯ বলে ১১১ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রোহিত শর্মা। ৭টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। শেষ দিকে আম্বাতি রাইডু মাঠে নেমে করেন ১২ রান।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়

এশিয়া কাপের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন ম্যাথুজ

এশিয়া কাপের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন ম্যাথুজ

ওয়ানডে অভিষেক হলো অপুর

ওয়ানডে অভিষেক হলো অপুর

৫ হাজার রানের ঘরে মুশফিকুর রহিম

৫ হাজার রানের ঘরে মুশফিকুর রহিম