যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৮
যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

ছবি : ক্রিকইনফো

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

চট্টগ্রামের এই ভেন্যুতে ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ছয়টি ওয়াডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তম্মধ্যে ৫টি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ হয় পরিত্যক্ত হয়েছে।

২০০৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডেতে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের ঐ চতুর্থ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। । সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও এই ভেন্যুতে মুখোমুখি হয় দু’দল। ঐ ম্যাচটি মাত্র ১ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ফলে সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

২০১০ সালে আবারও বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। ঐ সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। আবহাওয়ার চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৬ উইকেটে জিতে বাংলাদেশ। পাঁচ ম্যাচের ঐ সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে টাইগাররা।

২০১৪ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলে জিম্বাবুয়ে। দু’টি ম্যাচই হারে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে ৮৭ রানে ও দ্বিতীয় ম্যাচটি ৬৮ রানে জিতে নেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলীয় রেকর্ডও বেশ ভালো বাংলাদেশের। এখন অবধি ১৯ ম্যাচে অংশ নিয়ে ১০টিতে জয় ও ৭টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এই ভেন্যুতে সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে ৪ উইকেটে হার মানে টাইগাররা। ঐ হারে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

উড়ন্ত সূচনায় সিরিজে এগিয়ে বাংলাদেশ

উড়ন্ত সূচনায় সিরিজে এগিয়ে বাংলাদেশ

সৌম্যর অধিনায়কোচিত ম্যাচে বড় জয় বিসিবি একাদশের

সৌম্যর অধিনায়কোচিত ম্যাচে বড় জয় বিসিবি একাদশের

জয় দিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করলো বাংলাদেশ

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জয়, আব্বাসের রেকর্ড

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জয়, আব্বাসের রেকর্ড