জয় দিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৮
জয় দিয়ে শ্রীলঙ্কা মিশন শুরু করলো বাংলাদেশ

সফরের প্রথম চারদিনের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

প্রথম ইনিংসে ৩০৯ রান করে বাংলাদেশ। জবাবে ২৮৮ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় বাংলাদেশ।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ১১৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ। এতে ম্যাচ জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা।

১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ১২৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আগামী ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল। চারদিনের ম্যাচ শেষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

যুবরাজের জোড়া বিশ্বরেকর্ডেও জাজাই’র ভাগ

যুবরাজের জোড়া বিশ্বরেকর্ডেও জাজাই’র ভাগ

ডোপ টেস্টে নিয়ে খেপেছেন বোল্ট

ডোপ টেস্টে নিয়ে খেপেছেন বোল্ট

টাইগারদের জিম্বাবুয়ে মিশন শুরু

টাইগারদের জিম্বাবুয়ে মিশন শুরু