ইমার্জিং কাপে সেমিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
ইমার্জিং কাপে সেমিতে বাংলাদেশ

জয়ের পর উচ্ছাসিত টাইগাররা

ইমার্জিং এশিয়া কাপে  প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে এসেছে কষ্টার্জিত জয়। পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে  সেমিফাইনালে উঠলো টাইগাররা।

‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠার দৌঁড়ে এগিয়ে আছে ভারত ও শ্রীলঙ্কা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে  আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ২২৫ রানেই অলআউট হয়ে যায়।

জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলির ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। এক রানের জন্য অর্ধশতক ছুঁতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করে নটআউট ছিলেন মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান ওপেনার জাকিরের।

৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে পাকিস্তান। পাকিস্তানের খুশদিল শাহ ৬১, অধিনায়ক মুহাম্মদ রিজওয়ান ৪৬ এবং সেজান মালিক ৪৭ রান করলেও বাকীরা ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারিনি।

বোলিংয়ে টাইগারদের মধ্যে নাঈম হাসান ৩, সফিউল ও মোসাদ্দেক দুই এবং শরিফুল ইসলাম, তারভীর ইসলাম, আরিফ হোসাইন একটি করে উইকেট নেন।

দুর্দান্ত ৮৫ ও দুই উইকেট নেওয়া মোসাদ্দেক হোসাইন ম্যাচ সেরা হন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইমার্জিং কাপে পাকিস্তানকে ৮৪ রানে হারালো বাংলাদেশ

ইমার্জিং কাপে পাকিস্তানকে ৮৪ রানে হারালো বাংলাদেশ

মুশফিক-লিটনে ভর করে এগোচ্ছে বাংলাদেশ

মুশফিক-লিটনে ভর করে এগোচ্ছে বাংলাদেশ

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ