টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

সাকিব, মাশরাফি ও মেহেদির বোলিং তোপে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাশরাফি বোলিং একাই তুলে নিয়েছেন তিন উইকেট । 

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে হেরে ফিল্ডিয়ে নামে বাংলাদেশ। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কিয়েরন পাওয়েলকে আউট করে ওয়ানডে মিশন করেছে করেছেন সাকিব আল হাসান। কিয়েরন পাওয়েলকে ১০ রান করে আউট হন।

এরপর দুই দুইবার জীবন পার ড্যারেন ব্রাভো। প্রথমে ১৩ রানে, পড়ে ১৮ রানে। তবে তৃতীয়বারে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশ্য তাতে দারুণ কৃতিত্ব আছে তামিম ইকবালের। ইনজুরি থেকে ফিরে আসা এ খেলোয়াড় লংঅফ থেকে অনেকটা দৌড়ে এক্সট্রা কভারে দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন।

৫১ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেছেন ব্রাভো। এরপর দলকে এক পাশ আগলে রাখা শেই হোপকে আউক করেন ম্যাশ। শোপ ৪৩ রানে সাজঘরে ফিরেন।

মাশরাফি ও সাকিবের পর ওয়েস্ট উন্ডিজে সিরিজে আঘাত হানেন মেহিদি হাসান। শিমরন হেটমায়ার কে ৬ রানে বোল্ড করে ফেরান মেহেদি। 

মেহেদির পর ফের আঘাত হানের মাশরাফি। ম্যশাশের বলে রভম্যান পাওয়েল ক্যাচ তুলে দেন। ক্যাচটি ধরেন লিটন। ১৪ রানে ফেরেন পাওয়েল।

ফলে এক রকম চাপেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজরা। ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১২৪ রান তুললে ৩৮ অভারে হারাতে হয়  পাঁচ উইকেট। 


শেয়ার করুন :


আরও পড়ুন

টস হেরেছে বাংলাদেশ

টস হেরেছে বাংলাদেশ

শুরুতেই সাকিবের আঘাত

শুরুতেই সাকিবের আঘাত

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

জয়ের স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ

জয়ের স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ