নিষেধাজ্ঞার সঙ্গে মরগানকে জরিমানা করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৫ মে ২০১৯
নিষেধাজ্ঞার সঙ্গে মরগানকে জরিমানা করলো আইসিসি

ছবি : গেটি ইমেজ

সফররত পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৮ লক্ষ্যকে তাড়া জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এ ম্যাচে জয় পেতে নিষেধাজ্ঞায় পড়লেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান।

মঙ্গলবার (১৪ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার জনি বেয়ারস্টোর ১২৮ রানের ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ৬ উইকেটের এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

এদিকে এ ম্যাচে স্লো-ওভার রেটের কাটা পড়েছেন ইংলিশ ইয়োইন মরগন। ম্যাচে দুই ওভারের সমপরিমাণ সময় বেশি নেওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তি আরোপ করা হয়। ১২ মাসের মধ্যে একই অপরাধ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন অধিনায়ক ইয়ান মরগান।

এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ম্যাচ ফির ৪০% এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে।

এদিকে এক ম্যাচ ওয়ানডে নিষেধাজ্ঞা থাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে তাকে ছাড়াই অন্য কাউকে নিয়ে খেলতে হবে।

এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই অপরাধে দোষী সাবস্ত হয়েছিলেন মরগান।

বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরের দুই ওয়ানডেতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ২-০ তে এগিয়ে থেকে আগামী শুক্রবার চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এছাড়া সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে (রোববার)।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের ৩৫৮ রান টপকে ইংল্যান্ডের জয়

পাকিস্তানের ৩৫৮ রান টপকে ইংল্যান্ডের জয়

বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাস ও রেকর্ড

বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাস ও রেকর্ড

বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

ইংল্যান্ডের পেসারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, আইসিসির নাকচ

ইংল্যান্ডের পেসারের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, আইসিসির নাকচ