বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে কার্ডিফও উৎসবমুখর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৮ জুন ২০১৯
বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে কার্ডিফও উৎসবমুখর

ফাইল ছবি

ওভালের পর কার্ডিফে নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেললেও বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে কেনিংটন ওভালের মত কার্ডিফের সোফিয়া গার্ডেন্সও উৎসবমুখর হয়ে উঠেছে।

কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা)। এ ম্যাচকে সামনে রেখে আগে ভাগেই সোফিয়া গার্ডেন্সে জড়ো হতে থাকেন বাংলাদেশের সমর্থকরা।

মাশরাফি-সাকিব-মুশফিকদের জার্সি পরে, মাথায় জাতীয় পতাকা বেঁধে, গালে বাংলাদেশের পতাকা অ্যাঁকে, ব্যানার-ফেস্টুন নিয়ে সোফিয়া গার্ডেন্সের আশপাশ উৎসবমুখর করে তোলে সমর্থকরা। বাংলাদেশ-বাংলাদেশ, মাশরাফি-সাকিব ধ্বনিতে ইংলিশ সমর্থকদের চোখ রাঙ্গানিতে পড়ে যান বাংলাদেশের সমর্থকরা।

ওয়েলসের রাজধানী কার্ডিফে রয়েছে বাংলাদেশিদের বসবাস। বিশেষভাবে রিভারসাইডে পাশেই থাকা নিনিয়ান পার্ক রোর্ডে বাংলাদেশের বসবাসের সংখ্যা বেশি। তবে মাঠে শুধুমাত্র কার্ডিফের বসবাসরতরাই নয়, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য লন্ডন, ম্যানচেস্টার, বিস্ট্রলসহ আরও অনেক শহর থেকে বাংলাদেশকে সমর্থন যোগাতে এসেছেন সমর্থকরা।

কার্ডিফে থাকা এক ব্যবসায়ী জানান, মাঠে যখনই বাংলাদেশের ম্যাচ থাকে, সবগুলোই দেখার চেষ্টা করি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও দেখেছি। আজও (শনিবার) এমন একটি জয় আসবে বলে আশা করি।

বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান বলেছিলেন, ‘বাংলাদেশের দর্শকদের নিয়ে চিন্তায় আছে ইংল্যান্ড।’

ইংল্যান্ডের অধিনায়কের চিন্তা আরও নিশ্চিত বেড়ে গেছে যখন গ্যালারি ভর্তি লাল-সবুজের পতাকা ও জার্সিতে ভরে গেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সামনে ৩৮৬ রানের পাহাড় দাঁড় করালো ইংল্যান্ড

বাংলাদেশের সামনে ৩৮৬ রানের পাহাড় দাঁড় করালো ইংল্যান্ড

বাংলাদেশকে হুমকি মনে করছে ইংল্যান্ড

বাংলাদেশকে হুমকি মনে করছে ইংল্যান্ড

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা