ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৫ জুন ২০১৯
ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ

ছবি : গেটি ইমেজ

ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ১ জয় ও দুই পরাজয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ দিল আইসিসি। বিশ্বকাপ চলার মাঝেই তারা নতুন করে র‌্যাংকিং সাজিয়েছে, সেখানে ওয়ানডে র‌্যাংকিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ।

শুক্রবার (১৪ জুন) ফিফা র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই একই দিনে ক্রিকেটে দুঃসংবাদ পেল বাংলাদেশ। বিশ্বকাপে টানা দুই পরাজয়ের ধাক্কা আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে টাইগাররা।

বিশ্বকাপের শুরুতে ৭ নম্বরে থাকলেও দুই পরাজয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের কারণে ৮ নম্বরে নেমে গেছে মাশরাফি বিন মর্তুজার দল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেও বাংলাদেশকে টপকে ৭ নম্বরে ওঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৪ জুন (শুক্রবার) সর্বশেষ র‍্যাংকিং আপডেট করেছে আইসিসি। যেখানে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। তবে ৭ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজও খুব এগিয়ে নয়। বাংলাদেশের চেয়ে তাদের রেটিং পয়েন্ট মাত্র ১ বেশি, ৮৬।
sportsmail24
তবে এ র‌্যাংকিংয়ে টাইগার ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বকাপে এখনও আরও ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের। ফলে র‌্যাংকিংয়ে পূর্বের বা আরও এগিয়ে যেতে পারে বাংলাদেশ।

এদিকে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দুই নম্বরে থাকা ভারত ইংল্যান্ডের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে। এছাড়া দক্ষিণ আফ্রিকাকে চারে নামিয়ে দিয়ে ৩ নম্বরে ওঠে এসেছে নিউজিল্যান্ড।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিং
১. ইংল্যান্ড - ১২৪ রেটিং
২. ভারত - ১২২ রেটিং
৩. নিউজিল্যান্ড - ১১৪ রেটিং
৪. দক্ষিণ আফ্রিকা - ১১১ রেটিং
৫. অস্ট্রেলিয়া - ১০৯ রেটিং
৬. পাকিস্তান - ৯৩ রেটিং
৭. ওয়েস্ট ইন্ডিজ - ৮৬ রেটিং
৮. বাংলাদেশ - ৮৫ রেটিং
৯. শ্রীলঙ্কা - ৭৭ রেটিং
১০. আফগানিস্তান - ৬২ রেটিং।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

মাশরাফি-সাকিবদের নিয়ে আইসিসির ‘গেম শো’

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

রোডসের কণ্ঠেও হতাশা, রিজার্ভ ডে নিয়ে আইসিসিকে খোঁচা

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

গভীরতা ও মানের দিকে টাইগাররা এখনও অনেক পিছিয়ে : রোডস

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি, শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি, শীর্ষ দশে নেই আর্জেন্টিনা