ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৭ জুন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টস জয়

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেই উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের দ্বাদশ আসরের ২৩তম ম্যাচে টস জিতলো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে নিজেরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে উইন্ডিজদের ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। আগের ৪ ম্যাচে অংশ নিয়ে ১টি জয়, ২টি হার ও ১টি ড্র’তে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে রয়েছে বাংলাদেশ। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। তবে রান রেটে এগিয়ে থেকে ষষ্ঠস্থানে আছে ক্যারিবীয়রা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন হয়েছে। মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস। কনুই’র ইনজুরির কারণে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলো। তিনিও আছেন একাদশে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন হয়েছে। কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে একাদশে এসেছেন ড্যারেন ব্রাভো। ইনজুরির শংকায় থাকা আন্দ্রে রাসেলও খেলছেন এই ম্যাচে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

এবার ব্র্যাথওয়েটকে আইসিসির সতর্কবার্তা

এবার ব্র্যাথওয়েটকে আইসিসির সতর্কবার্তা