বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১০ জুলাই ২০১৯
বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

ফাইল ছবি

আন্তর্জাতিক ওয়ানডের ৩৫০টি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের বিরল এক রেকর্ড গড়লেন ভারতের সাবেক অধিনায়ক মহিন্দ্র সিং ধোনি। মঙ্গলবার (৯ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এ রেকর্ডে নাম লেখান।

এ ম্যাচ দিয়ে দ্বিতীয় কোন ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ বা ততোধিক ওয়ানডে খেলার কৃতিত্বও দেখালেন তিনি। এর আগে লিটল মাস্টার শচিন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০এর বেশি ওডিআই ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন।

ভারত জাতীয় দলের হয়ে ৩৪৭টি এবং এশিয়া একাদশের হয়ে তিনটিসহ মোট ৩৫০ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। যার মাধ্যমে দশম ক্রিকেটার হিসেবে ৩৫০ বা ততোধিক ম্যাচ খেলার মাইলফলক অর্জন করেছেন ধোনি। অবশ্য ধোনির চেয়ে অনেকদূর এগিয়ে রয়েছেন শচিন। তার খেলা ওডিআই ম্যাচের সংখ্যা ৪৬৩টি।

সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলা তালিকার শীর্ষে আছেন শচিন। ৪৪৮টি ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। এরপরে রয়েছেন যথাক্রমে সানাথ জয়সুরিয়া (৪৪৫), কুমার সাঙ্গাকারা (৪০৪), শহীদ আফ্রিদী (৩৯৮), ইনজামাম উল হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আকরাম (৩৫৬) ও মুত্তিয়া মুরালিধরন (৩৫০)।

শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা অবশ্য এ পর্যন্ত ৩৬০টি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করলেও ৪৪টি ওয়ানডে ম্যাচে তিনি অংশ নিয়েছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। তবে ধোনি ৩৫০টি ম্যাচেই উইকেটরক্ষক হিসেবে অংশ নিয়েছেন। যে কারণে তিনিই স্থান পেয়েছেন রেকর্ড বইয়ের শীর্ষে।

৩৫০টি ম্যাচের মধ্যে ২০০টি ম্যাচে ধোনি খেলেছেন অধিনায়ক হিসেবে। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় এবং ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

তবে কয়েকদিন আগে ৩৮ বছরে পা রাখা ধোনির অবসরের গুজব নিয়ে এখন সরব হয়ে উঠেছে গণমাধ্যম। বলা হচ্ছে বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন ভারতের সাবেক এ অধিনায়ক।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন ধোনি

ধোনির সমালোচনায় আপত্তি কোহলির

ধোনির সমালোচনায় আপত্তি কোহলির

বিশ্বকাপে ‘জিনিয়াস’ ধোনি হবে তুরুপের তাস

বিশ্বকাপে ‘জিনিয়াস’ ধোনি হবে তুরুপের তাস

ক্লান্ত ধোনি, বিমানবন্দরের মেঝেতেই ঘুম

ক্লান্ত ধোনি, বিমানবন্দরের মেঝেতেই ঘুম