সিরিজে ফিরলো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৪ জুলাই ২০১৯
সিরিজে ফিরলো বাংলাদেশের যুবারা

ছবি : বিসিবি

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টাইগার পেসার আবু জায়েদ রাহির ২৮ রানে ৪ উইকেট এবং অফ স্পিনার মেহেদী হাসানের ২৪ রানে ৩ উইকেটে ভর করে আফগানিস্তানকে ৩২.৪ ওভারে ১২২ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ৩০.৩ ওভারে তাদের টপকে যায় টাইগাররা।

এর আগে প্রথম দুই ম্যাচে সফরকারী দলের কাছে যথাক্রমে ১০ উইকেট ও ৪ উইকেটে হেরে সিরিজে ২-০ পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। আজকের এ জয়ে ব্যবধান কমিয়ে সিরিজটি বাঁচিয়ে রেখেছে স্বাগতিক দল। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ বাঁচিয়ে রাখলো বাাংলাদেশ।

ম্যাচে সফরকারীদের স্বল্প রানে আটকে দিলেও ব্যাটিংয়ের শুরুতে কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ৮৫ রানের যোগান দিয়ে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন ফজলে মাহমুদ ও আফিফ হোসেন। অপরাজিত থেকে মাহমুদ ৫৭ ও আফিফ ২১ রান সংগ্রহ করেছেন। এছাড়া ওপেনার ইমরুল কায়েস সংগ্রহ করেছেন ২৩ রান।

বাংলাদেশ দলের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ফরিদ আহমেদ, করিম জানাত ও জিয়াউর রহমান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। এছাড়া শরাফউদ্দিন আহমেদ ১৭ ও দরবেশ রাসুলি ১৬ রান সংগ্রহ করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন শফিউল

শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন শফিউল

ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ যুবাদের

ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ যুবাদের

মিঠুনের ব্যাটিং নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

মিঠুনের ব্যাটিং নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

ক্রীড়া সামগ্রী উপহার পেলেন জাতীয় প্রতিবন্ধীর দলের দুই ক্রিকেটার

ক্রীড়া সামগ্রী উপহার পেলেন জাতীয় প্রতিবন্ধীর দলের দুই ক্রিকেটার