প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ এএম, ১৩ মার্চ ২০২০
প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

ছবি: আইসিসি

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ হচ্ছে বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্ট। এবার একই কারণে দক্ষিণ আফ্রিকার মেয়েদের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া।

রোববার (৮ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার মেয়েরা। সে ম্যাচে ৮৬ হাজার ১৭৪ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করে। তবে তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

বুধবার (১২ মার্চ) পর্যন্ত দেশটিতে ১২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। যেটা দক্ষিণ আফ্রিকার তুলনায় অনেক বেশি। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দুই দলের মধ্যকার সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও এটি বাতিল বা স্থগিত হলেও ২০২১ ওয়ানডে বিশ্বকাপে দুই দলের অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে অজি মেয়েরা। আর অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে রেখেছে দক্ষিণ আফ্রিকাও।

এদিকে করোনা আতঙ্কের মধ্যেই ভারত সফরে গেছে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল। সেখানে ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিরিজের পরের দুই ওয়ানডে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

এক বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিল ধর্মশালা

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত