করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১২ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত নারী বিশ্বকাপ ফাইনালের দর্শক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েদেরকে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়ার মেয়েরা। শিরোপা ঘরে তুলে যখনই আনন্দে আত্মহারা অজিরা তখনই মিললো দুঃসংবাদ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলা দেখা এক দর্শকের শরীরে মিলেছে করোনাভাইরাস।

এমসিজির এক বিবৃতিতে ছড়িয়েছে আতঙ্ক। তারা জানিয়েছে, রোববার (৮ মার্চ) ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত একজন দর্শকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের এমন ঘোষণাতে গ্যালারিতে থাকা দর্শকদের কপালে চিন্তার ভাঁজ।

এমসিজি আরও জানিয়েছে- আক্রান্ত সেই ব্যক্তি থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ফাইনালের পরই নাকি ওই দর্শকের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়।

এমসিজি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদফতর (ডিএইচএইচএস) পরামর্শ দিয়েছে যার শরীরে এই কোভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে তার কাছ থেকে তার আশপাশের অন্যদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এমসিজির সেকশন এন৪২-এর উত্তর স্ট্যান্ডের দ্বিতীয় স্তরে বসেছিলেন তিনি।’

তারপরও সেদিন ওই আসনের আশপাশে যারা বসেছিলেন, তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। তাতে অন্তত সংশয়মুক্ত থাকতে পারবেন। একইসঙ্গে যদি তাদের কারো কোনো জ্বর, সর্দি হয়ে থাকে তাহলে তাদেরকে ডাক্তারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার।

রোববার (২২ মার্চ) অব্দি পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে গ্যালারিতে হাজির দর্শকদের। কারণ কোরানাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলবে এ সময়ের মধ্যেই। করোনা আক্রান্ত হলে এ সময়ের মধ্যেই লক্ষণ প্রকাশ পাবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি দেখতে হাজির ছিলেন ৮৬ হাজার ১৭৪ জন দর্শক। এদের মধ্যে অনেকেই পড়ে গেলেন করোনাভাইরাস ঝুঁকিতে। অস্ট্রেলিয়ায় এখন অব্দি করোনা আক্রান্তের সংখ্যা ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২৭ জন। মারা গেছেন তিনজন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

বলে লালা লাগানো নিয়ে দ্বিধায় ভারত

করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

কোয়ারেন্টাইনে রোনালদো

কোয়ারেন্টাইনে রোনালদো