অদ্ভুত আউটে চ্যাপম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
অদ্ভুত আউটে চ্যাপম্যান

খেলার মাঠে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। বর্তমান সময়ের জনপ্রিয় ক্রিকেট মাঠের কম নয়। তবে আরও একটি নতুন ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। যা এর আগে কখনো দেখা যায়নি বললেই চলে।

ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচে। গত শনিবার বোলারের বাউন্সার সামলাতে গিয়ে ব্যাটসম্যানের হেলমেট উড়ে গিয়ে পড়ে উইকেটে। এতে ভেঙে যায় ইউকেট।

অন্যদিকে ফিন্ডারদের আবেদনে আম্পায়ারও তুলে দিলেন আঙুল। অর্থাৎ ব্যাসটম্যান আউট। মাঠ ছাড়লেন কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। ম্যাচের তখন ১৮তম ওভারে এ ঘটনায় ঘটে। যা ক্রিকেট বিশ্বে প্রথম।

বল করছিলেন অজি পেসার বিলি স্ট্যানলেক। এ সময় তার একটি বাউন্সার মার্ক চ্যাপম্যানের হেলমেটে গিয়ে লাগে। বলের আঘাতে মার্কের মাথা থেকে খুলে ‌যায় হেলমেট। সেই হেলমেট গিয়ে লাগে উইকেটে। বোলার হিট উইকেটের আবেদন করলে তাতে সম্মতি জানান আম্পায়ার। আউট হয়ে মাঠ ছাড়তে হয় চ্যাপম্যানকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় জয়

বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার অবিস্মরণীয় জয়

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা, নেই সাকিব

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ