চলমান ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচে আশিকুর রহমান শিবলীর অপরাজিত শতকে ৪ উইকেটে ২৫২ রান সংগ্রহ করেছে ঢাকা জেলা। এর আগে ২৯৮ রান করেছে রাজশাহী জেলা।
দ্বিতীয় দিন শেষে ৪৬ রানে পিছিয়ে রয়েছে ঢাকা, হাতে রয়েছে এখনো ৬ উইকেট। দিন শেষে ব্যাট হাতে আশিকুর ১১২ রানে এবং তানভির রহমান ১২ রানে অপরাজিত রয়েছেন।
রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে আমিনুল ইসলাম ৯৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক রনি তালুকদার ৫, মার্শাল আউয়ুব ১১ রান করেছেন।
ঢাকা জেলার বিপক্ষে রাজশাহীর সানজামুল ইসলাম ৫২ রানে ২ উইকেট শিকার করেছেন।
এর আগে রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন ৯ উইকেহে ২৭৫ রান নিয়ে খেলতে নেমেছিল রাজশাহী জেলা। বাকি এক উইকেট হারানোর আগে ২৯৮ রান করে রাজশাহী।
রাজশাহীর হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন সানজামুল ইসলাম। ১১২ রানের ইনিংসে ১৩টি চারের মার মেরেছেন তিনি। এছাড়া ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন সাব্বির রহমান।
রাজশাহীকে ২৯৮ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন ঢাকার হয়ে খেলা আশরাফুল ইসলাম।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
