হোয়াইটওয়াশ চাওয়া ভারতে বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ১২ অক্টোবর ২০১৮
হোয়াইটওয়াশ চাওয়া ভারতে বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ফটো

প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারানোর পর সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিক ভারত। প্রথম ম্যাচে ক্যারিবিয়দের ইনিংস ও ২৭২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

ভারত দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করতে চাইলেও অন্যদিকে প্রথম টেস্টে ব্যর্থতা ভুলে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। হায়দারাবাদে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। অষ্টমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজ শুরুর আগে স্পষ্ট ফেভারিটের তকমা পায় ভারত। মাঠে সেই প্রমাণও দিয়েছে বিরাট কোহলির দল।

প্রথম ইনিংসে দলের দুর্দান্ত পারফরমেন্সে খুশি ভারত অধিনায়ক কোহলি। এমন পারফরমেন্স দ্বিতীয় টেস্টেও দেখতে চান তিনি। কোহলি বলেছেন, ‘প্রথম টেস্টে আমরা দলগত পারফরমেন্স করেছি। ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব পালন করেছে। বোলাররা ভালো পারফরমেন্স করেছে।’

তিনি আরও বলেন, ‘দু’ইনিংসে ধারাবাহিকভাবে ভালো করা কঠিন। কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে। বোলারদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভালো ফল আশা করেছি। আশা করবো, দ্বিতীয় টেস্টেও আমরা ভালো খেলতে পারব এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করব।’

ভারতের হোয়াইটওয়াশ রুখতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়িয়ে ভালো পারফরমেন্স করতে চায় ক্যারিবীয়রা। এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

ইনজুরির কারণে প্রথম টেস্টে না খেলা হোল্ডার দ্বিতীয় টেস্টে দলে ফিরে বলেছেন, ‘প্রথম টেস্টে সব বিভাগেই আমরা খারাপ খেলেছি। দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। তবে আমাদের ভুলগুলো বের করতে পেরেছি। আশা করি, দ্বিতীয় টেস্টে আমরা ভালো খেলতে সক্ষম হবো। আমাদের লক্ষ্য থাকবে, সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের স্বাদ নেয়া। ভালোভাবে সিরিজ শেষ করতে চাই আমরা।’

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বীন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব ও শারদুল ঠাকুর।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিানায়ক), সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, শেন ডরউইট (উইকেটরক্ষক), শ্যানন গাব্রিয়েল, জামার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমান লুইস, কেমো পল, কাইরেন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ।


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়ে টেস্ট জিতলো ভারত

রেকর্ড গড়ে টেস্ট জিতলো ভারত

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী

পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ড কুলদীপের

পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ড কুলদীপের

কিভাবে ব্যাটিং করতে হয় দেখিয়েছে ভারত : ব্র্যাাথওয়েট

কিভাবে ব্যাটিং করতে হয় দেখিয়েছে ভারত : ব্র্যাাথওয়েট