অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

ছবি : ক্রিকইনফো

তিন দিনেই ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেন টেস্ট জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪০ রানের ব্যবধানে জিতলো অসিরা। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৭ রান করেছিল শ্রীলঙ্কা। এ সময় ১৬২ রানে পিছিয়ে ছিল তারা। ইনিংস হার এড়াতে বাকি ৯ উইকেটে আরও ১৬২ রান করতে হতো শ্রীলঙ্কার। তবে তৃতীয় দিনের চা-বিরতির পর ১৩৯ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস।

শ্রীলঙ্কার মাত্র চারজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। লাহিরু থিরিমান্নে ৩২, নিরোশান ডিকবেলা-সুরাঙ্গা লাকমল ২৪ রান করে ও ডি সিলভা ১৪ রান করেন।

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বিধংসী বোলিংয়ের সামনে অসহায় ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ২৩ রানে ৬ উইকেট নিয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করান তিনি। এর আগে প্রথম ইনিংসে ৩৯ রানে ৪ উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরাও হয়েছেন কামিন্স।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ক্যানবেরায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৪৪ ও ১৩৯, ৫০.৫ ওভার (থিরিমান্নে ৩২, ডিকবেলা ২৪, কামিন্স ৬/২৩)।
অস্ট্রেলিয়া : ৩২৩/১০, ১০৬.২ ওভার (হেড ৮৪, লাবুসচাগনে ৮১, লাকমল ৫/৭৫)।
ফল : অস্ট্রেলিয়া ইনিংস ও ৪০ রানে জয়ী।
ম্যাচ সেরা : প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।


শেয়ার করুন :


আরও পড়ুন

এ যেন অপ্রতিরোধ্য ভারত

এ যেন অপ্রতিরোধ্য ভারত

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

পাকিস্তানের দুর্দশা কাটাতে নতুন দায়িত্বে ইনজামাম?

পাকিস্তানের দুর্দশা কাটাতে নতুন দায়িত্বে ইনজামাম?

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

পাকিস্তানের টানা দ্বিতীয় হার