‘শীর্ষে ওঠার অনুভূতি বিশেষ কিছু’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৮
‘শীর্ষে ওঠার অনুভূতি বিশেষ কিছু’

পুরো মৌসুমেই ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রেখে টেস্ট বোলার র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রাখতে চান দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজে নিউল্যান্ডস মাঠে ৭২ রানের জয়ে মূখ্য ভুমিকা পালন করা রাবাদা টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন। দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

টেস্ট ক্রিকেটে ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়েই বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন ২২ বছর বয়সী এ ফাস্ট বোলার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ১০০ উইকেট শিকারেরও কৃতিত্ব অর্জন করা রাবাদা ‘পারফরমেন্স অব্যাহত’ রাখতে চান। দলের বোলিং আক্রমণে নিজের ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখাটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার অনুভূতি বিশেষ কিছু। সব সময়ই আমি এটা চেয়ে আসছি। আশা করছি দলের জয়ে ভুমিকা রাখতে এটা অব্যাহত রাখতে পারব এবং সর্বোচ্চ চেষ্টা করব। আমি দিনে-দিনে আরও ভালো করতে চেষ্টা করব।’

কোন বিষয়ে কাজ করতে গেলে সব সময়ই নতুন কিছু আসবে উল্লেখ করে নিজের দক্ষতা সম্পর্কে রাবাদা বলেন, ‘এ পর্যন্ত আমি আমি যা উপলদ্ধি করে আসছি তা হলো সব সময়ই কিছু সমস্যা থাকে। সব সময় আপনাকে অবশ্যই সেরা দক্ষতা দেখাতে হবে, আমি এখনও শতভাগ দেখাতে পারিনি। আমি শতভাগ নির্ভুল হওয়ার চেষ্টা করছি, আপনি কখনোই হয়তোবা সেখানে পৌঁছতে পারবেন না। তবে আমি চেষ্টা করতে পারি এবং কাছাকাছি যেতে পারি।’

শিক্ষা এবং দক্ষতার সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতাই তার সাফল্যের মূল মনে করছেন রাবাদা। দলের স্ট্রাইক বোলার হতে চান। তবে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দলের দলই তার কাছে সবার আগে।

তিনি আরও বলেন, ‘দলের যেখানে প্রয়োজন আমি সেখানেই বোলিং করি। আমি বোলিং ওপেন করতে পছন্দ করি। তবে এই মুহর্তে সেটা কঠিন। দল যে ভূমিকা আমাকে দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।’

মরনে মরকেল, ডেল স্টেইন ও ভারনন ফিলান্ডারের সঙ্গে একত্রে বোলিং করার বিষয়কে এটা অনেক বড় অনুভূতি বলে মনে করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

সবারই স্বপ্ন থাকে : মিঠুন

সবারই স্বপ্ন থাকে : মিঠুন