ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ এএম, ০৯ জানুয়ারি ২০১৮
ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

২০৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৫ রানেই শেষ কোহলির ভারত। ডান-হাতি পেসার ভারনন ফিলান্ডারের বোলিং তোপে চতুর্থ দিনেই কেপ টাউন টেস্টে সফরকারী ভারতকে ৭২ রানে হারালো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

চার দিনের মধ্যে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরও চার দিনের মধ্যেই হারতে হলো বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ দলটিকে। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৮৬ রানের জবাবে ২০৯ রানে গুটিয়ে যায় ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ৭৭ রানের লিড পায় প্রোটিয়ারা। সেই লিডকে বড় করতে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়।

চতুর্থ দিনের শুরু থেকেই ভারতীয় পেসারদের তোপে মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এছাড়া আইডেন মার্করাম ৩৪ ও ডিন এলগার ২৫ রান করেন। ভারতের জনপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি ৩টি করে উইকেট নেন।

দ্বিতীয় দ্রুত গুটিয়ে যাওয়ায় ভারতের সামনে জয়ের জন্য ২০৮ রানের টার্গেট দিতে পারে দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেটে বড় ইনিংস খেলতে পারেননি ভারতের কোন ব্যাটসম্যানই। প্রথম ইনিংসে ইনজুরিতে পড়া ডেল স্টেইনের অভাব বুঝতে দেননি দক্ষিণ আফ্রিকার তিন পেসার ফিলান্ডার, মরনে মরকেল ও কাগিসো রাবাদা।

দ্বিতয়ি ইনংসে ভারতের করা ১৩৫ রানের মধ্যে সবগুলো উইকেট ভাগাভাগি করেছেন ফিলান্ডার-মরকেল ও রাবাদা। এর মধ্যে ৪২ রানে সর্বোচ্চ ৬ উইকেট নেন ফিলান্ডার। ইনিংসে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। টেস্ট ক্যারিয়ারের ১২তমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নেন তিনি। তবে ভারতের বিপক্ষে প্রথম।

ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ৩৭, অধিনায়ক বিরাট কোহলি ২৮ ও শিখর ধাওয়ান ১৬ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন ফিলান্ডার।

সেঞ্চুরিয়ানে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও ১৩০, ৪১.২ ওভার (ডি ভিলিয়ার্স ৩৫, মার্করাম ৩৪, সামি ৩/২৮)।
ভারত : ২০৯ ও ১৩৫, ৪২.৪ ওভার (অশ্বিন ৩৭, কোহলি ২৮, ফিলান্ডার ৬/৪২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী।
ম্যাচ সেরা : ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

কোহলিদের গোসলের সময় দুই মিনিট

কোহলিদের গোসলের সময় দুই মিনিট