পাকিস্তান পৌঁছাতে ১৩ ঘণ্টার যাত্রায় বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০
পাকিস্তান পৌঁছাতে ১৩ ঘণ্টার যাত্রায় বাংলাদেশ দল

ছবি : বিসিবি

দ্বিতীয় দফায় টেস্ট খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় দুইভাগে ভাগ হয়ে রওয়ানা দিয়েছে টাইগাররা। প্রথম দফায় বিশেষ বিমানে গেলেও এবার তা আর হচ্ছে না। ফলে দোহা হয়ে মোট ১৩ ঘণ্টার যাত্রা শেষে পাকিস্তান পোঁছাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের।

টাইগারদের এ সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল দল। যা ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে।

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোন ফ্লাইট নেই। প্রথম দফায় বিশেষ বিমানে গেলেও এবার তা আর হচ্ছে না। এবার কাতার এয়ারওয়েজে দোহা হয়ে পাকিস্তানের ইসলামাবাদে যাবে বাংলাদেশ দল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় (স্থানীয় সময়) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবে বাংলাদেশ দল। পরে সেখান থেকে গাড়িতে ৪৫ মিনিটের যাত্রা শেষে টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি পৌঁছাবে টাইগাররা।

এদিকে আজ (মঙ্গলবার) দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমে বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

পরে কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে যাত্রা বিরতির পর দু’টি অংশ একত্রিত হয়ে পাকিস্তানের উদ্দেশে বুধবার সকালে রওনা দেবে বাংলাদেশ দল। ঢাকা থেকে রাওয়ালপিন্ডি পৌঁছাতে বাংলাদেশ দলের যাত্রার দৈর্ঘ্য হবে প্রায় ১৩ ঘণ্টা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

এভাবে খেলতে প্রস্তুত নন ডোমিঙ্গো

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ট্রিপল সেঞ্চুরি সবসময় স্পেশাল হয়ে থাকবে : তামিম

ট্রিপল সেঞ্চুরি সবসময় স্পেশাল হয়ে থাকবে : তামিম