আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ০২ অক্টোবর ২০১৮
আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

আগামী ৫ অক্টোবর থেকে ২১ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগান প্রিমিয়ার লিগ। বিশ্বের নন্দিত অনেক তারকা খেলবেন এই টুর্নামেন্টে, যাদের মধ্যে আছে বাংলাদেশের তামিম ইকবাল আর মুশফিকুর রহীমের নামও।

এবারের আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। মজার ব্যাপার হলো, তামিম আর মুশফিককে নিয়েছে একই দল। তাদের দলের নাম নাঙ্গরহার। যে দলে আছেন আন্দ্রে রাসেল, মুজিব উর রহমান, মোহাম্মদ হাফিজের মতো তারকা।

আফগান লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর দুটি সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল। সবগুলো ম্যাচের ভেন্যুই শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

আসুন এক নজরে দেখে নেয়া যাক তামিম-মুশফিকের দল নাঙ্গরহার কোনদিন কার বিপক্ষে খেলবে...

০৬ অক্টোবর- নাঙ্গরহার বনাম কান্দাহার
০৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
০৯ অক্টোবর- নাঙ্গরহার বনাম কাবুল
১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ
১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল
১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার
১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ

১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল
২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল

২১ অক্টোবর-ফাইনাল

*সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির ব্যাটিং নিয়ে মুখ খুললেন প্রসাদ

ধোনির ব্যাটিং নিয়ে মুখ খুললেন প্রসাদ

শামিকে প্রাণনাশের হুমকি!

শামিকে প্রাণনাশের হুমকি!

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে ডাক পেলেন হাফিজ

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে ডাক পেলেন হাফিজ

পাকিস্তানকে হারালো বাংলাদেশের যুবরা

পাকিস্তানকে হারালো বাংলাদেশের যুবরা