অনুশীলনে চোট পেয়েছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮
অনুশীলনে চোট পেয়েছেন সাকিব

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একটি দুঃসংবাদ আনাগোনা দিচ্ছিল বাংলাদেশ দলকে। অনুশীলনে ব্যাট করতে গিয়ে বা পায়ে চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। যদিও আঘাত পাওয়ার পর এদিন আর অনুশীলন করেননি আসেননি নির্ধারিত সংবাদ সম্মেলনেও।

প্রথম টি-টোয়েন্টির আগে সকাল ১১টা থেকে অনুশীলন ছিল বাংলাদেশের। মাঠে এসেই নেটে ব্যাট করতে যান সাকিব। কিছুক্ষণ ব্যাট করার পর মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কর লেন্থের বল ঠেকাতে গিয়ে বাম পায়ে আঘাত পান বাংলাদেশ অধিনায়ক। তাৎক্ষণিকভাবে অনুশীলন বাদ দিয়ে ফিরে যান ড্রেসিং রুমে।

তখনই অবশ্যই মুশফিকুর রহিম হাতের ইশারায় জানাচ্ছিলেন, চিন্তার কারণ নেই, চোট গুরুতর নয়।

ড্রেসিংরুমে ফিরে আঘাত পাওয়া জায়গায় বরফ লাগিয়েছেন তিনি। শুশ্রুষা চলায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসতে পারেননি। তার বদলে এসে প্রধান কোচ স্টিভ রোডস সাকিবের চোটের বিষয়ে কোন রকমের শঙ্কা না থাকার কথা জানিয়েছেন, ‘সে ভালো আছে। সাইফুদ্দিনের ইনস্যুয়িং ইয়র্কর এসে পায়ের পাতায় লেগেছিল। বেশ ভালো বল ছিল আসলে। সে ঠিকঠাক আছে। হাসছে, ভালো আছে। আশা করি সে খেলবে। কাল সকালে যদি কোন সমস্যা খুঁজে পাওয়া যায় তাহলেই বরং বিস্মিত হবো। যদিও এটা নিয়ে সে একটু বিরক্ত (আঘাত পাওয়া নিয়ে)। তাই সংবাদ সম্মেলনে আমাকে তার বদলে আসতে বলেছে।’

সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ। সূত্র: ডেইলি স্টার

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার মাঠে নামবে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার মাঠে নামবে টাইগাররা

টাইগারদের পারফরম্যান্সে বিস্মিত কোচ

টাইগারদের পারফরম্যান্সে বিস্মিত কোচ

রাজনীতিকদের খুব ভালো মানুষ হওয়া উচিত: মাশরাফি

রাজনীতিকদের খুব ভালো মানুষ হওয়া উচিত: মাশরাফি

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই