নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭
নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল

নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে ফিরেছেন মার্টিন গাপটিল, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা ৩১ বছরবয়সী গাপটিল টপ অর্ডারে জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ব্যাটসম্যান আনারু কিচেন এবং মিডিয়াম পেসার সেথ রেন্স। কিচেন এখন পর্যন্ত কিউই দলের হয়ে না খেললেও রেন্স দুটি ওয়ানডে খেলেছেন। তবে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়া অব্যাহত রাখবে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচ মিস করবেন কেন উইলয়ামসন এবং ট্রেন্ট বোল্ট খেলবেন কেবলমাত্র তৃতীয় টি-টোয়েন্টি। উইলয়ামসনের অবর্তমানে প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি। উইলয়ামসন ফিরলে শেষ দুই ম্যাচে বিশ্রাম দেয়া হবে সিনিয়র ব্যাটসম্যান রস টেইলরকে।

নিজের অভিষেক ওয়ানডেতে ভালো করলেও স্পিনার টড অ্যাস্টলকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ইশ সোধিকে। শ্বশুরের মৃত্যুর কারণে দেশের বাইরে থাকা কলিন গ্র্যান্ডহোম দেশে ফিরলে দলে জায়গা পাবেন।

আগামী ২৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের এ সিরিজ।

নিউজিল্যান্ড দল:
টিম সাউদি, ডগ ব্রেসওয়েল, টম ব্রুস, লোকি ফার্গুসন মার্টিন গাপটিল, ম্যাচ হেনরি, আনারু কিচেন, গ্লেন ফিলিপস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, কেন উইলয়ামসন, ট্রেন্ট বোল্ট।


শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ নিউজিল্যান্ডের

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে সিরিজ নিউজিল্যান্ডের

রোহিতের রেকর্ড, ভারতের সিরিজ জয়

রোহিতের রেকর্ড, ভারতের সিরিজ জয়

বর্ষসেরা নারী ক্রিকেটার পেরি

বর্ষসেরা নারী ক্রিকেটার পেরি