ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি টি-২০ দিয়ে সাড়তে চায় ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি টি-২০ দিয়ে সাড়তে চায় ভারত-অস্ট্রেলিয়া

ফাইল ছবি

আগামী মে মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি সাড়তে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে টার্গেট করেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে ওয়ানডের প্রস্তুতি টি-২০ দিয়ে সাড়তে চায় তারা। সেই লক্ষ্যে আগামীকাল থেকে দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে ভারত ও অস্ট্রেলিয়া। উভয় দলেরই লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে তোড়জোড় শুরু করে দিয়েছে আসন্ন আসরে অংশ নেয়ার অপেক্ষায় থাকা ১০টি দল। এখন ওয়ানডে খেলতে নামলেই সেটি হয়ে যাচ্ছে বিশ্বকাপে প্রস্তুতির মঞ্চ। আগামী ২ মার্চ থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও বিশ্বকাপে প্রস্তুতির মঞ্চ। অবশ্য তার আগে টি-২০ সিরিজে গা গরম করে নেবে দু’দল। টি-২০ দলের অনেকেই থাকবেন না ওয়ানডে দলে। তবে যারা থাকবেন তারা যে নিজেদের উজার করে দেবেন তাতে কোন সন্দেহ নেই।

যে কারণেই গেল মাসে নিউজিল্যান্ড সফরে প্রথম তিন ওয়ানডের পরই বিশ্রামে চলে যান ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। নিজকে চাঙ্গা করার জন্য এরপর মাঠের বাইরে নিজের মত করে সময় কাটিয়েছেন তিনি। কোহলির চাঙ্গা ভাবটা দেখা গেল, টি-২০ সিরিজ সামনে রেখে ভারতের নেট অনুশীলনে। নেটে কোন বোলারকেই ছাড় দেননি তিনি। তার সাথে পাশের নেটেই ছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ভারপ্রাপ্ত দলনেতা রোহিত শর্মা। তিন জনের বিধ্বংসী রুপ দেখে টি-২০ সিরিজে প্রস্তুতিটা ভালো হয়েছে বলে জানান দলের কোচ রবি শাস্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের প্রধান শক্তি ব্যাটিং। এখানে আমরা যেকোন মূর্হুতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারি। ব্যাটসম্যানদের অনুশীলন দেখে মনে হচ্ছে, তারা সেরা অবস্থাতেই রয়েছে। তবে বোলারদের আরও ভালো করতে হবে। টি-২০তে বোলাররা ভালো করলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকাংশে দখলে চলে আসে। এই সিরিজটি ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি। আমি আশা করি, সকলে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেবে। আমরা নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত একটি ওয়ানডে সিরিজ জয় করেছি। ঐ ধারাবাহিকতা আসন্ন ওয়ানডেতেও ধরে রাখতে চাই। তার আগে টি-২০ সিরিজে আমাদের ভালো করতে হবে।’

অনুশীলনে খুবই মনোযোগি ছিলো অস্ট্রেলিয়াও। ব্যাটিং-বোলিং এর চাইতে ফিল্ডিং-এ বেশি সময় পার করেছেন অসিরা। নেটে দেড় ঘন্টা ব্যাটিং-বোলিং অনুশীলণ করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং-বোলিং শেষে পাক্কা দেড় ঘন্টা ফিল্ডিং অনুশীলনও করেছে অসিরা। ফিল্ডিং-এত সময় ব্যয় করার কারণও জানান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে ফিল্ডিং-এ অনেক বেশি ভালো করতে হবে আমাদের। এজন্য ফিল্ডিং-এর ওপর বেশি জোড় দেয়া হচ্ছে। এছাড়া ব্যাটসম্যান-বোলাররা তাদের নিজ নিজ কাজ ভালোভাবে সম্পন্ন করেছে। আশা করি, প্রথম টি-২০তে আমরা তিন বিভাগেই ভালো করতে পারবো। ভালো একটি ফল নিয়ে মাঠ ছাড়তে পারবো।’

এখন অবধি ৭টি টি-২০ সিরিজ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ৩টিতে ভারত ও ১টিতে জয় পায় অসিরা। বাকী ৩টি সিরিজ ড্র হয়। টি-২০তে ১৮বারের লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ১১টি ম্যাচ জিতেছে তারা। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার জয় ৬টিতে। গেল নভেম্বরে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের সিরিজ খেলে ভারত। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ঐ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৪ রানে জিতে অস্ট্রেলিয়া। দ্বিতীয়টি বৃষ্টি আইনে পরিত্যক্ত হয়। তৃতীয়টিতে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

আগামীকাল থেকে শুরু হওয়া টি-২০ সিরিজেই একটি বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারেন ভারতের ওপেনার রোহিত। আর দু’টি মারতে পারলেই টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তিনি। সেক্ষেত্রে পেছনে পড়ে যাবেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১০৩টি করে ছক্কা মেরেছেন। সেখানে রোহিতের ছক্কা ১০২টি।

ভারত দল (সম্ভাব্য) :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋসভ পান্থ, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্রা চাহাল, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্বার্থ কাউল ও মায়াঙ্ক মারকানদে।

অস্ট্রেলিয়ার দল (সম্ভাব্য) :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কটলার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিঁও, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, মার্কাস স্টোয়িনিস, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

পাকিস্তান ইস্যুতে সৌরভের ভূমিকায় মিয়াঁদাদের সন্দেহ

হেটমায়ার-কটরেলের কাছে ইংল্যান্ডের হার

হেটমায়ার-কটরেলের কাছে ইংল্যান্ডের হার

অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়

অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়