অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯
অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়

অলরাউন্ডার মোহাম্মদ নবির ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলো আফগানিস্তান। অলরাউন্ড নৈপুণ্যে দলকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। এ জয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

ভারতের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। দুই অফ স্পিনার নবি ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।

ভালো শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি পল স্টার্লিং ও স্টুয়ার্ট টম্পসন। প্রথম ছয় ব্যাটসম্যানের বাকি চারজনই দুই অংক ছুতে পারেননি। ১২তম ওভারে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড।

তবে সেখান থেকে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে দলকে লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দেন জর্জ ডকরেল ও স্টুয়ার্ট পয়েন্টার। ডকরেল ২৮ বলে করেন ৩৪, কিপার ব্যাটসম্যান পয়েন্টার সমান বলে ৩১।

নবি ১৬ রানে নেন ২ উইকেট। লেগ স্পিনার রশিদ খান ২ উইকেট নেন ২১ রানে।

রান তাড়ায় অষ্টম ওভারে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। ২০১৩ সালের পর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০তে না হারা দলকে পথ দেখান নবি ও নাজিবউল্লাহ জাদরান।

এক-দুই রান নিয়ে সচল রাখেন রানের চাকা। নিজেদের জোনে বল পেলে তুলে নেন বাউন্ডারি। চার হাঁকিয়ে ম্যাচ শেষ করা নবি ৪০ বলে করেন ৪৯ রান। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়া জাদরান ৩৬ বলে করেন ৪০।

বল হাতে ২ উইকেট নেয়ার পর দায়িত্বশীল ব্যাটিংয়েও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অলরাউন্ডার নবি। তার এ নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন।

আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য্যাচ।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৩২/৬ (স্টার্লিং ২৩, টম্পসন ১৮, ডকরেল ৩৪*, পয়েন্টার ৩১*; মুজিব ৪-০-২০-১, জানাত ৩-০-২৯-১, নবি ৪-০-১৬-২, রশিদ ৪-০-২১-২)

আফগানিস্তান : ১৯.২ ওভারে ১৩৬/৫ (জাজাই ১১, শিনওয়ারি ১৭, নবি ৪৯*, জাদরান ৪০*; র‍্যানকিন ২/৩৯, চেইস ১/২৭, লিটল ১/২৮, গেটকেট ১/২১)।

ফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মোহাম্মদ নবি
সিরিজ : ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।


শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষ পাঁচে আছেন সাব্বির-মিঠুন

শীর্ষ পাঁচে আছেন সাব্বির-মিঠুন

বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী কুক

বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী কুক

৩৬০ রানেও ইংল্যান্ডের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

৩৬০ রানেও ইংল্যান্ডের কাছে হারলো ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য