শান্ত-মেহেদির দৃষ্টি এখন জাতীয় দলে পাকাপোক্ত অবস্থান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৯ জানুয়ারি ২০২০
শান্ত-মেহেদির দৃষ্টি এখন জাতীয় দলে পাকাপোক্ত অবস্থান

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এক সিরিজ পর শান্ত ও দীর্ঘদিন পর পুনরায় দলে ফিরেছেন মেহেদি।

বিপিএলের শুরুর দিকে ধারাবাহিক ছিলেন না শান্ত। তবে শেষ দিকে এসে জ্বলে উঠে তার ব্যাট। একমাত্র বাংলাদেশি হিসেবে বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরি করেছেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে বিপিএলে ১১ ইনিংসে তার মোট রান ৩০৮।

গত বছরের সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে সুযোগ পান শান্ত। ওই আসরে ২ ম্যাচে ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর ভারত সফরে জায়গা হারান বাঁ-হাতি এ ব্যাটসম্যান।

২০১৮ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মেহেদির। এবারের বিপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে নির্বাচকদের নজর কাড়েন। স্পিনার হিসেবে দলে তার পরিচিতি। কিন্তু পিঞ্চ হিটার হিসেবেও তিনটি হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি। ঢাকা প্লাটুনের হয়ে ২৫৩ রান ও ১২ উইকেট শিকার করেছেন এ ডান-হাতি।

শান্ত-মেহেদি দু’জনেরই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। কিন্তু জাতীয় দলে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি কেউ। দলের সিনিয়র ও অভিজ্ঞরা পাকিস্তান সফরের দলে না থাকায় আবারও সুযোগ পেয়েছেন শান্ত-মেহেদি। তবে এবার দলে জায়গা পাকাপোক্ত করার বিষয়ে ভাবছেন তরুণ এ দুই ক্রিকেটার।

মেহেদির দলে সুযোগ পাওয়াট নিশ্চিতই ছিল। কিন্তু ভাগ্যের জোড়ে দলে ডাক পেলেন শান্ত। অভিজ্ঞ ইমরুল কায়েস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় সুযোগ হয়েছে শান্তর। তিনি বলেন, ‘জাতীয় দলে ফিরে আসায় খুবই ভালো লাগছে। অবশেষে দলে সুযোগ পাওয়ায় আমি খুশি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, পারফর্ম করা।’

বিপিএলের শেষদিকে রান পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন শান্ত। বলেন, ‘বিপিএলের শেষদিকে রান পাওয়ায় আমি এখন আত্মবিশ্বাসী। আশা করছি, পাকিস্তানে খেলার সুযোগ পেলে ফর্ম অব্যাহত রাখতে পারব।’

বিপিএলের পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে চমক দেখিয়েছেন মেহেদি। তবে পাকিস্তান সফরে ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ না পেলে কোন সমস্যা নেই বলে জানান তিনি। বলেন, ‘আমি সবসময় স্বাভাবিক খেলার চেষ্টা করি। নির্বাচকরা আমাকে জাতীয় দলের জন্য যোগ্য মনে করেছেন, এ জন্যই আমাকে দলে সুযোগ দিয়েছেন।’

টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া পরিকল্পনা মাঠে কার্যকরের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান মেহেদি। বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমার কাছে যা চায়, আমি তাই করতে চাই। তারা আমাকে যেভাবে খেলাতে চায়, আমি সেভাবেই খেলব। সর্বোপরি আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর সেঞ্চুরি

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর সেঞ্চুরি

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

‘প্রথম প্রথম এমনই হয়’

‘প্রথম প্রথম এমনই হয়’