‘প্রথম প্রথম এমনই হয়’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭
‘প্রথম প্রথম এমনই হয়’

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। বুধবার (২৭ ডিসেম্বর) প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মেহেদি হাসান। বলেন, প্রথম দিন তিনি খুব নার্ভাস ছিলেন।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন মেহেদি। পরে জাতীয় লিগের শেষ রাউন্ডে ১৭৭ রানের ইনিংস খেলেছেন। যার ফলে সুযোগ পেয়েছেন ক্যাম্পে।

মেহেদি বলেন, প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় সকালটা খুবই রোমাঞ্চকর ছিল। সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা, সবই অন্যরকম ছিল।

তিনি বলেন, সবাই সবার চেয়ারে বসে ছিল ড্রেসিংরুমে। আমি কোন সিটে বসব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। যেখানেই বসতে চাই, দেখি সেটা অন্য কারো সিট। এতে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম। দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, সতীর্থরা বলছিল প্রথম প্রথম এমনই হয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে!

জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে থাকার ব্যাপারে মেহেদি বলেন, অবশ্যই আশাবাদী। দলে যেই আসুক, সবাই নিজের সেরাটা দিতে চাইবে। আমার যদি শতভাগের বেশি দিতে হয় আমি তাও দেব।

জাতীয় দলের আরেক তারকা মেহেদি হাসান মিরাজের সঙ্গেও কথা হয়। অলরাউন্ডার হিসেবে দলে ঢুকলে বর্তমানে তার বোলিংটাই বেশি গুরুত্ব পাচ্ছে দলে। তিনি বলেন, এখন বোলার হিসেবে আছি। সুযোগ পেলে চেষ্টা করবে দুটাতেই ভালো করতে। তবে এ মুহূর্তে আমি খুশি, বোলিংটা ভালো হচ্ছে। সামনে আরও ভালো করতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বল-ব্যাটে শীর্ষে ফিঞ্চ-ইমাদ, অলরাউন্ডারে সাকিব

বল-ব্যাটে শীর্ষে ফিঞ্চ-ইমাদ, অলরাউন্ডারে সাকিব

বিশ্বকাপে জ্বলে ওঠবে তারকা ক্রিকেটারদের সন্তানরা

বিশ্বকাপে জ্বলে ওঠবে তারকা ক্রিকেটারদের সন্তানরা

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা

সুইজারল্যান্ডের বরফে ক্রিকেট খেলবে বিশ্ব তারকারা

সুইজারল্যান্ডের বরফে ক্রিকেট খেলবে বিশ্ব তারকারা