তৃতীয় ম্যাচের হেরে গেল ভারতের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
তৃতীয় ম্যাচের হেরে গেল ভারতের মেয়েরা

প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিতলেও তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেল ভারতের মেয়েরা।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলতে পারেননি হরমনপ্রীতরা। ১৭.৫ ওভারে ১৩৩ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

ভারতের হয়ে ওপেন করতে নামা মিতালি রাজ পিরে গেছেন শূন্য রানে। স্মৃতি মন্ধনা ও ক্যাপ্টেন হরমনপ্রীত কিছুটা হাল ধরার চেষ্টা করেন। স্মৃতি ৩৭ ও হরমনপ্রীত ৪৮ রানে প্যাভেলিয়নে ফেরার পরই তাসের ঘরের মতো ধসে যায় ভারতের ইনিংস। রডরিগেড ৬, পাতিল ৭, পাণ্ড্য ৩, ভাটিয়া ১, ভস্ত্রাকর ২, পুণম ৩ রান করেই আউট হয়ে যান। তবে মাঝখানে ২৩ রানের ইনিংস খেলেন কৃষ্ণমূর্তি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি উইকেট নেন ইসমাইল। জোড়া উইকেট পান ক্লাসের। একটি করে উইকেট নেন ক্যাপ, ড্যানিয়েলস ও নিকার্ক।

১৩৪ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে বিশেষ খাটতে হয়নি। অন্যদিকে বল হাতেও তেমন কোন চমক দেখাতে পারেনি ভারতের মেয়েরা। ফলে ১৯ ওভারেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন লাস (৪১)। ভারতের হয়ে জোড়া উইকেট নেন ভস্ত্রাকর। একটি করে উইকেট গায়কোয়াড়, পাতিল ও পুণমের।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টের পর টি-টোয়েন্টিতেও ধরাশায়ী বাংলাদেশ

টেস্টের পর টি-টোয়েন্টিতেও ধরাশায়ী বাংলাদেশ

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান