লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ এএম, ০৬ জানুয়ারি ২০২১
লিভারপুলকে হারিয়ে কাঁদলেন সাউদাম্পটনের কোচ

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নতুন বছর শুরু করেছে পরাজয় দিয়ে। সাউদাম্পটনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে রেডসরা। লিভারপুলকে হারিয়ে সাউদাম্পটনের ম্যানেজার রাল্ফ হ্যাসেনহাটেল আবেগ ধরে রাখতে পারেননি। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সোমবার (৩ জানুয়ারি) রাতে সেন্ট মেরিস স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ড্যানি ইনগিসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সাউদাম্পটপন। শেষ পর্যন্ত ওই গোল আর শোধ করতে পারেনি রেডসরা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়বিহীন থাকলো জার্গেন ক্লপের দল।

অন্যদিকে গুরুত্বপূর্ণ এ তিন পয়েন্টে নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ওঠে গেছে সাউদাম্পটন। ম্যানচেস্টার ইউনাইটেডকে গোল ব্যবধানে পিছনে ফেলে লিভারপুল টেবিলের শীর্ষ স্থানটি ঠিকই ধরে রেখেছে। তবে রেড ডেভিলসদের থেকে তারা এখন এক ম্যাচ বেশি খেলে ফেলেছে। ১৭ জানুয়ারি এ্যানফিল্ডে ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।
sportsmail24
২০১৮ সালের মে মাসে সর্বশেষ টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ী হতে পারেনি লিভারপুল। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমাদের অবশ্যই স্বীকার করতে হবে মুহূর্তটি বেশ অস্বস্তিকর ছিল। যেখানে আমরা সবাই জানতে পারছি যে এ ধরনের সমস্যা সহজেই সমাধান করা যায়। আমাদের অবশ্যই লড়াই চালিয়ে যেতে হবে এবং এর মধ্যই দিয়েই এগিয়ে যেতে হবে।’

লিভারপুলের বিপক্ষে এমন জয়ের ম্যাচে শেষের বাঁশি বাজার সাথে সাথে সেইন্টস ম্যানেজার রাল্ফ হ্যাসেনহাটেল কান্নায় ভেঙে পড়েন। ম্যাচ শেষে উচ্ছসিত সাউদাম্পটন বস হ্যাসেনহাটেল বলেন, ‘৯২ মিনিটের আগ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি আমরা আজ কী করেছি। আক্রমণভাগে তারা যে কতটা শক্তিশালী তা মাঠে না নামলে বোঝা যায় না। আমরা আজ নিজেদের গেম প্ল্যানে অটুট ছিলাম এবং সেভাবেই ম্যাচে এগিয়ে গেছি। যদিও এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে ভাগ্য একটি বড় বিষয়।’
sportsmail24
ম্যাচ শেষের ১৫ মিনিট আগে মানের একটি শট সহজেই রুখে দেন ফস্টার। গত মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেওয়া লিভারপুল অবশ্য এবার আর সফল হতে পারেননি। এর আগে তারা ওয়েষ্ট ব্রুম ও নিইক্যাসলের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার দুই স্টাফের করোনা, মেসিদের অনুশীলন বন্ধ

বার্সেলোনার দুই স্টাফের করোনা, মেসিদের অনুশীলন বন্ধ

রোনালদো জোড়া গোল, নতুন বছর জয়ে রাঙালো জুভেন্টাস

রোনালদো জোড়া গোল, নতুন বছর জয়ে রাঙালো জুভেন্টাস

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার কষ্টের জয়

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা

পিএসজি সাবেক খেলোয়াড়কে বস হিসেবে পেলেন নেইমার-এমবাপেরা