বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ এএম, ১৯ জুলাই ২০২১
বিশ্বকাপ জয়ী জিরুদের নতুন ঠিকানা এসি মিলান

প্রায় সাড়ে তিন বছর চেলসিতে কাটানোর পর দলবদল করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার অলিভিয়ের জিরুদ। ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ফরাসী এই তারকা। নতুন ক্লাবের সাথে চুক্তি করলেও আর্থিক বিষয়টি অফিশিয়ালি প্রকাশ করেনি কোন ক্লাবই। জিরুদের দলবদলের খবরটি নিশ্চিত করেছে উভয় ক্লাবই।

২০১৮ সালে আর্সেনাল ছেড়ে চেলসিতে যোগ দেন জিরুদ। সেখানে সাড়ে তিন বছর কাটানোর পর এসি মিলানে যোগ দেন তিনি। অফিশিয়ালি প্রকাশিত না হলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ ইউরোতে এসি মিলানে যোগ দিয়েছেন তিনি।

চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং এফ এ কাপের শিরোপা জেতা জিরুদ ১১৯ ম্যাচে খেলে গোল করেছেন ৩৯টি। জার্মানির দুই ফরোয়ার্ড কেই হার্ভেটজ এবং টিমো ওয়রের্নারকে দলে ভেড়ানোর পর থেকেই একাদশে অনিয়মিত হয়ে পড়ে জিরুড।

সদ্য বিদায়ী চেলসি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিরুদ বলেন, 'সকল সমর্থক, আমার কোচ, সতীর্থ এবং পুরো ক্লাব সবাইকে ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো উপহার দেয়ার জন্য। আমি নির্ভার ও খুশি মনে নতুন একটি পথচলা শুরু করতে যাচ্ছি। আমাদের এফএ কাপ, ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মুহূর্তগুলো ছিল চমৎকার।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

অপ্রতিরোধ্য বসুন্ধরার মেয়েরা, এক ম্যাচেই ১৮ গোল

অপ্রতিরোধ্য বসুন্ধরার মেয়েরা, এক ম্যাচেই ১৮ গোল

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

যেভাবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বার্সা-মেসি

যেভাবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বার্সা-মেসি