রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সুইস ক্লাব ইয়ং বয়েজের কাছে রীতিমত আত্মসমপর্ণ করলো ইংলিশ জায়ান্টরা। রোনালদোর গোলে এগিয়ে থেকেও ২-১ গোল হেরে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছে রেড ডেভিলরা।

রেকর্ড গড়ার ম্যাচ খেলতে নেমে শুরুতেই দলকে এগিয়ে নেন সদ্যই জুভেন্টাস থেকে রেড ডেভিলদের ডেরায় যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো। তবে খেই হারিয়ে ফেলা ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানইউকে চেপে ধরে জয় আদায় করে নিতে বেগ পেতে হয় ইয়ং বয়েজকে।

২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ ইয়ং বয়েজের মাঠে নেমেছিল ম্যানইউ। তবে ইয়ং বয়েজের থেকে নামের ভারে এগিয়ে থাকা ইউনাইটেড নিজেদের সে প্রত্যাশিত জয় তুলে নিতে পারেনি।

বলের দখল কিংবা শট সবদিক থেকেই পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়ং বয়েজ ম্যাচে ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। অপরদিক ৪৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছিল ইংলিশ জায়ান্টরা। ম্যাচে ইয়ং বয়েজ ১৯ টি শট নিলেও ইউনাইটেড কেবলমাত্র ২ টি শট নিতে পেরেছিল!

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিসিয়াসের এক অন্যন্য রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। গোল করে নিজের উপলক্ষ্য বেশ ভালোভাবেই রাঙিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের সে আনন্দের মুহূর্ত আর ধরে রাখতে পারেননি সিআর সেভেন।

ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসে সহায়তায় গোলের দেখা পান রোনালদো। এতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের ৩৫তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার অ্যারন ওয়ান বিসাকা লাল কার্ড দেখে মাঠে ছাড়লে রেড ডেভিলদের চেপে ধরে ইয়ং বয়েজ। তবে প্রথমার্ধের বাকি থাকা ১০ মিনিটে ডেডলক ভাঙতে পারেনি সুইস ক্লাবটি।

sportsmail24

বিরতি থেকে ফিরেই ১০জনের ইউনাইটেডকে আরও চেপে ধরে ইয়ং বয়েজ। ম্যাচের ৬৬তম মিনিটে ক্যামেরুনের উইঙ্গার নিকোলাস এনগামালেউ ম্যানচেস্টার জালে বল জড়ান। এতেই সমতায় ফেরে ইয়ং বয়েজ। এরপর একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না তারা।

একের পর এক আক্রমণ শানিয়ে গোল করতে না পারলে সবাই ধরে এক পয়েন্ট নিয়ে ওল্ড ট্রাফোর্ডে ফিরবে সফরকারীরা। তবে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পাশার দান উল্টে দেন যুক্তরাষ্ট্রের উইঙ্গার জর্ডান সিরাতচু। লিনগার্ডের ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি। এতেই জয় নিশ্চিত করে ইয়ং বয়েজ।

ম্যাচের ৭২তম মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন জেসি লিনগার্ড। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে তার ভুল পাসেই যে রেড ডেভিলদের হার নিশ্চিত হয়েছে।

গোটা ম্যাচে ইয়ং বয়েজের গোলপোস্টে মাত্র দুইটি শট নিতে পেরেছিল ইউনাইটেড। দুইটি শটই নিয়েছিলেন সদ্যই ইউনাইটেডে ফেরা রোনালদো। ২০০৩-০৪ সালের পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এত কম শট নিলো ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

জাতীয় দলের তালিকায় থাকা এলিটা কিংসলের লিগে জোড়া গোল

জাতীয় দলের তালিকায় থাকা এলিটা কিংসলের লিগে জোড়া গোল