জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২১
জেনোয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন শেভচেঙ্কো

ইউক্রেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ আন্দ্রে শেভচেঙ্কোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান সিরি ‘এ’-তে ধুকতে থাকা জেনোয়া। তিন বছরের চুক্তিতে ২০২৪ সাল পর্যন্ত জেনোয়ার সাথে থাকবেন তিনি। 

চলতি ২০২১-২২ মৌসুমে জেনোয়ার দায়িত্বে ছিলেন ডেভিড বলার্দিনি। তবে দলকে সাফল্য এনে দিতে পারায় তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এসি মিলান ও চেলসির সাবেক এ ফরোয়ার্ড বরখাস্ত হওয়া ডেভিড বলার্দিনির স্থলাভিষিক্ত হবেন। ৪৫ বছর বয়সী শেভচেঙ্কোর অধীনে ইউক্রেন ২০২০ ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলেছে। রোমে অনুষ্ঠিত ঐ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরে হয়ে বিদায় নেয় ইউক্রেন। এরপরেই ইউক্রেন দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

১২ ম্যাচ পরে জেনোয়া সিরি ‘এ’ তে টেবিলের ১৮তম স্থানে রয়েছে। এবারের মৌসুমে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে জেনোয়া। 

২০১২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন শেভচেঙ্কো। ১১১টি আন্তর্জাতিক ম্যাচে ইউক্রেনের হয়ে সর্বোচ্চ ৪৮ গোল করেছেন শেভচেঙ্কো। ডায়নামো কিয়েভের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা শেভচেঙ্কো ১৯৯৯ সালে এসি মিলানে যোগ দেন। মিলানের হয়ে সিরি ‘এ’ ও চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। ২০০৪ সালে পেয়েছিলেন ব্যালন ডি’অর।

২০০৬ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়ে এফএ কাপ ও লিগ কাপ জয় করেছেন। ২০০৮ সালে তিনি ধারে আবারো মিলানে ফিরে আসেন। পরের বছরই স্থায়ীভাবে মিলান ছেড়ে দিয়ে ছোটবেলার ক্লাব কিয়েভে ফিরে আসেন। সেখান থেকেই ক্লাবকে বিদায় জানান শেভচেঙ্কো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম

চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল