সিদ্ধান্তহীনতায় ভুগছেন তোরেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ১০ এপ্রিল ২০১৮
সিদ্ধান্তহীনতায় ভুগছেন তোরেস

চলতি মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। তাই হয়তো অনেকটা আক্ষেপ নিয়েই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। প্রসঙ্গত, রোববার লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাটলেটিকোর ১-১ গোলে ড্র ম্যাচেও মাঠে নামেননি তিনি।

এ ব্যাপারে তোরেস বলেছেন, ‘অ্যাটলেটিকোতে এটাই আমার শেষ মৌসুম। আপনারা দেখে থাকবেন আমি খুবই কম খেলছি।’

স্প্যানিশ এই তারকা ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে আরও বলেন, ‘আমি সমর্থকদের জানাতে বাধ্য হয়েছি। এটি মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। দ্বিতীয়বার বিদায় বলাটা খুব কঠিন। আমার লক্ষ্য ছিল এখানে খেলেই বুট জোড়া তুলে রাখব। আমি আরো দুই, তিন বা পাঁচ বছর খেলতে চাই।’

এদিকে তেরেসের বিদায়ে অ্যাটলেটিকো ক্লাব সভাপতি এনরিক সেরেজো জানিয়েছেন, ‘ফার্নান্দো তোরেস আমাদের ক্লাবের একজন কিংবদন্তি। তার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের দরজা সব সময় খোলা থাকবে।’ ২০ মে ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে তোরেসকে সম্মান জানাবে ক্লাব অ্যাটলেটিকো।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

‘রোনালদো অবিশ্বাস্য খেলোয়াড়, থামানো অসম্ভব’

‘রোনালদো অবিশ্বাস্য খেলোয়াড়, থামানো অসম্ভব’

টিম স্পেনের প্রত্যেককে ৮ লাখ ইউরো বোনাস!

টিম স্পেনের প্রত্যেককে ৮ লাখ ইউরো বোনাস!

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান