নেশনস কাপ জয়, সাদিও'র নামে সেনেগালে হচ্ছে স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
নেশনস কাপ জয়, সাদিও'র নামে সেনেগালে হচ্ছে স্টেডিয়াম

প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছে সেনেগাল। এরই পুরস্কার হিসেবে লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের নামে সেনেগালের সেদহুতে একটি স্টেডিয়ামের নামকরণ করেছে শহর কর্তৃপক্ষ।

সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ২৯ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার। ফাইনালে মিশরের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে তার গোলেই শিরোপা নিশ্চিত করে সেনেগাল। 

নেশনস কাপ বিজয়ী জাতীয় দলকে স্বাগত জানাতে সেনেগালের রাজধানী ডাকারের রাস্তায় উপস্থিত হয়েছিলেন লাখ লাখ ফুটবল ভক্ত। জাতীয় দলের সাথে একাত্ব হয়ে তারা শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছে। 

শুধু তাই নয় সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সাল খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দিয়েছেন। পাশাপাশি প্রতিটি খেলোয়াড়কে একটি করে ফ্ল্যাটও উপহার দিয়েছেন তিনি। এছাড়াও দেশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছে। 

এরপরেই মানের নামে স্টেডিয়ামের নামকরণ করার ঘোষণা দেন ডাকারের মেয়র আবদুলয়ায়ে দিওপ। জানান, মানের জন্যই দেশ সম্মানিত হয়েছে।

তিনি বলেন ‘মানে সেনেগালসহ পুরো সেদহু প্রদেশকে সম্মানিত করেছেন। এ কারণেই আমি সেদহু স্টেডিয়ামটিকে সাদিও মানের নামের নামকরনের ঘোষনা দিচ্ছি। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম তাদের জাতীয় বীরের সাথে পরিচয় হতে পারবে। এই উপহার সত্যিকার অর্থেই মানের প্রাপ্য।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেদের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগাল 

নিজেদের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগাল 

আমার জীবনের সেরা দিন, সেরা ট্রফি: সাদিও মানে

আমার জীবনের সেরা দিন, সেরা ট্রফি: সাদিও মানে

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

এক বছরেই সর্বজয়ী এডুয়ার্ড মেন্ডি

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের

মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের