রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ০২ মার্চ ২০২২
রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলার নিহত

ইউক্রেনের উপর কঠোর আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনকে একপ্রকার কোনঠাসা করে ফেলেছে তারা। রাশিয়ার সামরিক অভিযানে এবার নিহত হয়েছেন ইউক্রেনের দুই ফুটবলার। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো)’।

রাশিয়ার হামলায় প্রাণ হারানো দুই ফুটবলার হলেন ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রো মার্টিনেনকো (২৫)। স্যাপিলো কার্পাটি লভিভের যুব দলের হয়ে খেলতেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব লভিভ।

২১ বছর বয়সী সাপিলো দেশের ডাকে সাড়া দিয়ে খেলা ছেড়ে যোগ দিয়েছিলেন ইউক্রেনের সেনাবাহিনীতে। ছিলেন ট্যাঙ্ক কমান্ডার। কিয়েভের কাছাকাছি রুশ সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন তিনি।

মার্টিনেনকো খেলতেন রাশিয়ান ক্লাব এফসি গোস্টোমেলের হয়ে। রাশিয়ান বাহিনীর হামলার সময় তিনি বাড়িতেই ছিলেন। একটি বোমা তার বাড়িতে আঘাত করলে নিমিষেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মার্টিনেনকো।

দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে ফিফপ্রো। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ভাবনা তরুণ ইউক্রেনীয় ফুটবলার ভিটালি সাপিলো ও দিমিত্রো মার্টিনেনকোর পরিবার, বন্ধু এবং সতীর্থদের সাথে। এই যুদ্ধে এটাই ফুটবলের প্রথম ক্ষতির খবর। তারা দু’জনেই শান্তিতে থাকুক।’

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়াকে সব ধরণের ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা এবং উয়েফা। এফএ সহ বেশ কয়েকটি জাতীয় ফেডারেশন ঘোষণা দিয়েছে, তারা কোনো রাশিয়ান দলের সাথে খেলতে ইচ্ছুক নয়। এছাড়া রাশিয়ান ক্লাব থেকেও পদত্যাগ করছেন কয়েকজন কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি

টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি