ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ০১ মার্চ ২০২২
ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার আগ্রাসন। বসে থাকতে রাজি নয় ইউক্রেনীয়রাও। সাধারণ জনগণ থেকে শুরু করে যুদ্ধ নেমে গেছে জাতীয় তারকারাও। এই দলে আছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। যে দলে সর্বশেষ সংযুক্ত হওয়া নামটি ইউক্রেনের সাবেক ফুটবলার এবং শেরিফ তিরাসপোলের বর্তমান কোচ ইউরি ভার্নিডুব।

ইউরি ভার্নিডুব লাইমলাইটে আসেন গত সেপ্টেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ভার্নিডুবের নেতৃত্বাধীন শেরিফ তিরাসপোল ২-১ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। তখন থেকেই পাদপ্রদীপের আলোয় সাবেক এই ইউক্রেনীয় ফুটবলার।

ভার্নিডুব শেরিফের দায়িত্বে থাকালেই রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরু হয়। তখন কয়েকজন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, কয়েক মাস পরে শেরিফ বস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে যোগ দেবেন। কারণ দেশের প্রতি অগাধ ভালোবাসা ভার্নিডুবের।

অবশেষে সেটাই সত্যি হলো। খেলার মাঠ আর ডাগআউট ছেড়ে অস্ত্র হাতে তুলে নিলেন ভার্নিডুব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ইউক্রেনের সেনাবাহিনীর পোশাক গায়ে দুই সৈন্যের সঙ্গে হাসিমুখে ছবিতে পোজ দিচ্ছেন শেরিফ কোচ।

ভার্নিডুবের এমন ছবি দেখে তার জন্য শুভকামনা এবং প্রার্থনা জানিয়েছেন শেরিফের পেরুর খেলোয়াড় গুস্তাভো দুলান্টো। টুইটার এক বার্তায় দুলান্টো লিখেছেন, ‘ঈশ্বর আমার ইউরিকে রক্ষা করুন। যিনি ইউক্রেনকে রক্ষা করতে গিয়েছেন।’

দুই বছর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর শেরিফের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন ৫৬ বছর বয়সী ভার্নিডুব। প্রথম মৌসুমেই মলডোভান জাতীয় বিভাগে জয়লাভ করে তার দল। পরে তো শেরিফের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে দলকে নেতৃত্ব দেন এই বর্ষীয়ান কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

ইউক্রেন যুদ্ধ : কোচিংয়ে না ফিরে যুদ্ধে যাচ্ছেন ফুটবলার লুঝনি

ইউক্রেন যুদ্ধ : কোচিংয়ে না ফিরে যুদ্ধে যাচ্ছেন ফুটবলার লুঝনি

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস