পিছিয়ে পড়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেল রিয়াল মাদ্রিদ। গতরাতে প্রতিপক্ষের মাঠে রিয়াল ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে।
নিজেদের মাঠে খেলা হবার সুবাদে এ ম্যাচে ফেভারিট ছিলো বায়ার্ন মিউনিখই। সেটি প্রমানের জন্য খুব বেশি সময় নেয়নি তারা। ম্যাচের ২৮ মিনিটে রিয়ালের রক্ষণদূর্গে ফাটল ধরিয়ে গোল আদায় করে নেয় মিউনিখ। গোলটি করেন জার্মানির রাইট-ব্যাক খেলোয়াড় জশু কিমিচ। ফলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় মিউনিখ।
তবে প্রথমার্ধেই গোল পরিশোধ করে ফেলে রিয়াল মাদ্রিদ। ৪৪ মিনিটে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ব্রাজিলের লেফট-ব্যাক খেলোয়াড় মার্সেলো। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যেতে পারে রিয়াল। এতে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে রিয়াল।
তবে ম্যাচের দ্বিতীয় ভাগে সমানতালে লড়াই শুরু করে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। কিন্তু ৫৭ মিনিটে গোলের আনন্দে নেচে উঠে রিয়াল। রিয়ালকে ম্যাচে প্রথমবারের মত লিড এনে দেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো আসানসিয়ো। ৪৫ মিনিটে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন আসানসিয়ো। শেষ পর্যন্ত এই গোলের লিডেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
আগামী ২ মে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।