২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৪ মার্চ ২০২২
২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং উয়েফা। সব ধরণের ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল রাশিয়াকে। তবে এবার একটা খবরে চমকে যেতে হলো তাদেরকে। ২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া।

বুধবার (২৪ মার্চ) রাশিয়া ঘোষণা দিয়েছে তারা ২০২৮ ও ২০৩২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (ইউরো) আয়োজনের জন্য নিজেদের নাম দিবে। এই ঘোষণায় উয়েফা এবং এর সদস্য দেশগুলো স্রেফ হতবাক হয়ে গিয়েছে।

আগেই জানা গিয়েছিল যে ২০২৮ সালের ইউরো আয়োজনের জন্য যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের যৌথভাবে আগ্রহী। আর ২০৩২ সালের ইউরোর জন্য আগ্রহ দেখিয়েছে তুরস্ক। এদের মাঝে রাশিয়ার হঠাৎ উদয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

রাশিয়া সর্বশেষ কোনো বৈশ্বিক আসর আয়োজন করেছিল ২০১৮ সালে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল দেশটিতে। এবার প্রথমবারের মতো ইউরো আয়োজনের আগ্রহ দেখালো তারা।

২০২৮ ও ২০৩২ ইউরো আয়োজনের ব্যাপারে রাশিয়ান ফুটবল ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সের্গেই আনোখিন বলেন, ‘কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ২০২৮ ও ২০৩২ আয়োজন করার জন্য আবেদন করবো।’

২০২৮ ও ২০৩২ সালের ইউরোর আয়োজক নিশ্চিত করা হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে মাসে। জার্মানি ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করার আগেভাগে জানা যাবে পরের আসরগুলোর আয়োজকের নাম।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

পোডিয়ামে ইউক্রেন যুদ্ধের সমর্থন দিয়ে নিষিদ্ধ হচ্ছেন রুশ অ্যাথলেট

পোডিয়ামে ইউক্রেন যুদ্ধের সমর্থন দিয়ে নিষিদ্ধ হচ্ছেন রুশ অ্যাথলেট

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব