রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২১ জুন ২০২২
রিয়ালে থাকার বিষয়টি নিশ্চিত করলেন ভিনিসিয়াস

চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকলেও ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে থাকবেন কি-না তা নিয়ে উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভিনিসিয়াস নিজেই জানালেন স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন। আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানিয়ে দিয়েছেন ক্লাবটিতে বাড়তে যাচ্ছে তার চুক্তির মেয়াদ।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারেননি ভিনিসিয়াস। কিন্তু পরিস্থিতি বদলেছে ২০২১-২২ মৌসুমে। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার সাথে গড়েছেন দারুণ এক জুটি। রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।

২০২১-২২ মৌসুমে সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৫২ ম্যাচে ২২ গোল করেছেন ভিনিয়াস জুনিয়র। তার গোলেই ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

২০২৪ সাল পর্যন্ত ভিনিসিয়াসের রিয়ালের থাকার কথা রয়েছে। তবে সংবাদমাধ্যমের খবর ২০২৭ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হবে। সংবাদমাধ্যমে ভিনিয়াস জানিয়েছেন ওই পর্যন্তই রিয়ালে থাকছেন তিনি।

তিনি বলেন, “আমি বিশ্বের সবচেয়ে বড় দলেই থাকব। আমি এখানে যোগ দেওয়ার পর থেকে এটিই সবচেয়ে ঐক্যবদ্ধ দল। এই বছর (শিরোপা জয়ের) উদযাপনগুলো ভিন্ন ছিল। আমরা সবাই বিশেষ কিছু অনুভব করেছিলাম।”

তরুণ ফুটবলারদের সাথে রিয়ালে নিজের সময়টাও যে উপভোগ করছেন সেটাও জানিয়েছেন ভিনিসিয়াস। তিনি বলেন, “তরুণদের মধ্যে রদ্রিগো, (এদের) মিলিতাও, (এদুয়ার্দো) কামাভিঙ্গা ও আমি আছি। সবাই পরস্পরকে পছন্দ করি এবং এটি গুরুত্বপূর্ণ। এখানকার পরিবেশ বিশ্বের সেরা। সবাই এখানে থাকতে চায়।” 

তিনি আরও বলেন, “সবচেয়ে অভিজ্ঞরা নিজেরা যেমন চান, কোনো কিছু করতে সেই একই রকম সুরক্ষা ও স্বাধীনতা আমাদের দেন।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

যাদেরকে দলে ভেড়াতে চেয়ে হতাশ হয়েছে ম্যানইউ

যাদেরকে দলে ভেড়াতে চেয়ে হতাশ হয়েছে ম্যানইউ

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি